উৎসবের মরসুমে নাশকতার আশঙ্কায় দিল্লিতে জারি সতর্কবার্তা

Must read

নয়াদিল্লি : উৎসবের মরসুমে নাশকতার আশঙ্কায় রাজধানী দিল্লিতে জারি করা হলো সতর্কবার্তা। দিল্লি সহ আশপাশের সমস্ত এলাকাকে রাখা হল হাইএলার্ট জোনের মধ্যে। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের জন্য রাজধানী দিল্লিকে ঢেকে ফেলা হলো বিশেষ নিরাপত্তা বলয়ে।

দিল্লির ডিসিপি দীপক যাদব বৃহস্পতিবার জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা সংস্থার কাছ থেকে নাশকতার সতর্কবার্তা পাওয়ার পর থেকেই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। ইতিমধ্যেই রাজধানীতে বিশেষভাবে বাড়ানো হয়েছে নৈশ নিরাপত্তা। চলছে টহলদারি। দিল্লিতে প্রবেশের প্রতি চেকপোষ্টে মোতায়েন করা হয়েছে বিশেষ পুলিশ বাহিনী। জানা গিয়েছে, প্রত্যেকটি থানায় সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে, নতুন ভাড়াটে এলে তার বিশদ তথ্য যেনো শীঘ্রই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়।

আরও পড়ুন-পুলিশের ব্যারিকেডে হাত-পা কাটা যুবকের দেহ, উত্তেজনা সিঙ্ঘু সীমান্তে

উৎসবের মরসুমে কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়েই এই আগাম সতর্কবার্তা বলে জানা গিয়েছে। দিল্লির সমস্ত বাজার এলাকা, শপিং মল, মেট্রো স্টেশনেও মোতায়েন করা হয়েছে বিশেষ পুলিশ। বাড়িতে নতুন ভাড়াটে আসার খবর পেলে সেখানে ‘সারপ্রাইজ ভিজিট’-এর জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, চলতি সপ্তাহের প্রথম দিকেই দিল্লির লক্ষ্মীনগর বাজার এলাকা থেকে পাকিস্তানি জঙ্গিকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। সময়মত ধরে ফেলায় বড় ধরনের নাশকতার ছক বানচাল করা গিয়েছে।

Latest article