প্রতিবেদন : শেষ চার বছর ধরে খাতায়-কলমে থাকা প্রসার ভারতীর সংবাদ পরিষেবা সংস্থার বাস্তব কোনও অস্তিত্বই ছিল না। এবার সেই সংস্থাও বন্ধ হয়ে যেতে বসেছে। প্রসারভারতীর সংবাদ পরিষেবা বিভাগের কর্মীদের ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বদলি করে দেওয়া হয়েছে। চলতি মাসেই পদত্যাগ করেছেন সংস্থার প্রধান সমীর কুমার।
আরও পড়ুন-দ্রুত গলছে হিমালয়ের হিমবাহ, সংকটে পড়তে পারে মানবজীবন
প্রসারভারতীর প্রাক্তন সিইও জহর সরকারের প্রশ্ন, প্রসার ভারতী কি তাদের সংবাদ সংস্থা বন্ধ করে দিচ্ছে? সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে চুক্তি খারিজ করতে ৪ বছর আগে এই সংস্থা তৈরি করা হয়েছিল। এখন আরএসএসের তৈরি হিন্দুস্তান সমাচার পিটিআইয়ের সঙ্গেই কয়েক কোটি টাকার বরাত পেয়েছে। সেজন্যই কি প্রসারভারতীর সংবাদ সংস্থার আর প্রয়োজন নেই? গত নভেম্বরেই প্রসারভারতীর নতুন সিইও হিসেবে যোগ দেন গৌরব দ্বিবেদী। তিনি জানিয়েছেন, সম্পদের পুনর্গঠনের প্রক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগামিদিনে সংবাদ বিভাগের অনেক কর্মীই কাজ হারানোর আশঙ্কা করছেন।
আরও পড়ুন-মদনমোহনের রথযাত্রায় মেতে উঠল রাজার শহর
২০১৯ সালে প্রসার ভারতীর সূচনা হয়। ডিজিটাল এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে খবর সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বিগত ৪ বছর ধরে খাতায় কলমে সংস্থা থাকলেও বাস্তবে তার অস্তিত্ব ছিল না। এবার সেই সংস্থাও বন্ধ হতে চলেছে।