মদনমোহনের রথযাত্রায় মেতে উঠল রাজার শহর

এরপরে ভক্তরা দড়ি টেনে মদনমোহন ঠাকুরের রথ নিয়ে যান গুঞ্জবাড়ি ডাঙ্গরাই মন্দিরে৷ দড়ি ধরে রথ টানতে ভিড় উপচে পড়েছে ভক্তদের৷

Must read

সংবাদদাতা, কোচবিহার : রাজ আমলের নিয়ম মেনে কোচবিহারে মদনমোহন মন্দিরে হল রথযাত্রার অনুষ্ঠান। দেবত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি ও জেলাশাসক পবন কাদিয়ান রথযাত্রার সূচনা করেন। এরপরে ভক্তরা দড়ি টেনে মদনমোহন ঠাকুরের রথ নিয়ে যান গুঞ্জবাড়ি ডাঙ্গরাই মন্দিরে৷ দড়ি ধরে রথ টানতে ভিড় উপচে পড়েছে ভক্তদের৷ মঙ্গলবার থেকে রাজ আমলের নিয়ম মেনে মদনমোহন বাড়িতে রথযাত্রা অনুষ্ঠান শুরু হয়েছে৷ প্রতিবছর রথের দিনে মদনমোহন মন্দির থেকে মদনমোহন ঠাকুর যান তাঁর মাসিবাড়ি গুঞ্জ বাড়িতে।

আরও পড়ুন-প্রমাণিত হল বিজেপিরই এজেন্ট নওশাদ

কোচবিহার শহর থেকে রথ টেনে নিয়ে হয়ে গুঞ্জবাড়িতে ডাঙ্গরাই মন্দিরে মদনমোহন ঠাকুরকে নিয়ে যান ভক্তরা। রথে বিগ্রহ নিয়ে থাকেন রাজপুরোহিতরা৷ ভক্তরা ঠাকুরের উদ্দেশে লটকা ও বাতাসা ফুল ছিটিয়ে দেন৷ কোচবিহারের জেলাশাসক ও দেবত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি পবন কাদিয়ান জানান, কোচবিহারবাসীর মঙ্গলকামনায় তিনি মদনমোহন ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন। যাতে কোচবিহারের সকলে সপরিবারে ভাল থাকেন। মদনমোহন মন্দিরের রথ ও পুজো পরিচালনার সব দায়িত্ব সামলায় দেবত্তর ট্রাস্ট বোর্ড৷ বোর্ডের সদস্যদের সঙ্গে রথযাত্রা সুষ্ঠুভাবে আয়োজন করতে বেশ কয়েকবার মিটিং হয় বোর্ডের সভাপতি ও জেলাশাসকের৷ নতুন করে সাজিয়ে তোলা হয় রথকে।

Latest article