নাভালনি যোগের অভিযোগে ধৃত দুই রুশ সাংবাদিক, পুতিন-বিরোধী মত দমনের চেষ্টা

এবার সেই প্রয়াত বিরোধী নেতার সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের উপর আক্রমণ নামিয়ে আনল রুশ প্রশাসন।

Must read

প্রতিবেদন: নাভালনি যোগের অভিযোগে দুই রুশ সাংবাদিকের বিরুদ্ধে সন্ত্রাসের ধারায় মামলা দায়ের করল রুশ প্রশাসন। ওই দুই সাংবাদিককে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে পুতিন (Putin) সরকার। রাশিয়ার বিরোধী শিবিরের সবচেয়ে উজ্জ্বল মুখ তথা রুশ প্রেসিডেন্টের কট্টর বিরোধী অ্যালেক্সি নাভালনির জেল হেফাজতে রহস্যমৃত্যু নিয়ে গোটা বিশ্বই দায়ী করেছে ভ্লাদিমির পুতিনকে। প্রেসিডেন্ট নির্বাচনের আগে পরিকল্পনা করেই নাভালনিকে হত্যা করে পুতিন পথের কাঁটা সরিয়েছেন বলে অভিযোগ। এবার সেই প্রয়াত বিরোধী নেতার সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের উপর আক্রমণ নামিয়ে আনল রুশ প্রশাসন।

আরও পড়ুন-বছরের উষ্ণতম দিন কলকাতায়

নাভালনি যোগের কথা অস্বীকার করেছেন ধৃত দুই সাংবাদিক কনস্টানটিন গ্যাবভ ও সের্গেই ক্যারেলিন। সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসের যে মামলা দায়ের হয়েছে তা প্রমাণ হলে অভিযুক্তদের সর্বনিম্ন দু’বছর এবং সর্বোচ্চ ছ’বছর জেল হতে পারে। রুশ প্রশাসনের অভিযোগ, সাংবাদিক গ্যাবভ এবং ক্যারেলিন একটি ইউটিউব চ্যানেলের হয়ে কাজ করছিলেন, যে চ্যানেলটি নাভালনি ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হত। প্রসঙ্গত, রুশ প্রশাসনের শীর্ষ কর্তাদের দুর্নীতি ফাঁস করতেই গঠিত হয়েছিল নাভালনি ফাউন্ডেশন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, নাভালনিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পর পুতিন বিরোধী কোনওরকম প্রচার ও উদ্যোগ যাতে দানা না বাঁধে তার নিশ্চিত করতে চায় ক্রেমলিন। তাই সাংবাদিকদের উপর দমন পীড়নের নীতি নিয়ে বিরুদ্ধ-স্বরকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে।

Latest article