প্রচার ফেলে মানুষের সেবায় প্রার্থী শর্মিলা, মানবিকতার নজির তৃণমূলের

তার মধ্যেই ভোটের ময়দান থেকে নিজেকে সরিয়ে রেখে মানুষের কথা ভেবে তাঁর এই যে সহযোগিতার মনোভাব, তাকে কুর্নিশ জানিয়েছে সুশীল সমাজ।

Must read

সুনীতা সিং, পূর্বস্থলী: দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি ছুঁইছুঁই। তীব্র এই গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তাই তাঁদের কথা ভেবে নিজের নির্বাচনী প্রচার বন্ধ রেখে সোমবার দিনভর বিনামূল্যের স্বাস্থ্যশিবিরে মানুষের সেবায় নিয়োজিত থাকলেন বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী তথা বিশিষ্ট চিকিৎসক শর্মিলা সরকার। গরমের নানারকম শারীরিক সমস্যা থেকে রোগীদের জটিল অনেক সমস্যার কথা শোনেন তিনি এবং তার প্রতিকারেরও পরামর্শ দেন। একই সঙ্গে উদ্যোক্তাদের তরফে বিনামূল্যে বেশ কিছু ওষুধও সরবরাহ করা হয়। ভোটের আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। তার মধ্যেই ভোটের ময়দান থেকে নিজেকে সরিয়ে রেখে মানুষের কথা ভেবে তাঁর এই যে সহযোগিতার মনোভাব, তাকে কুর্নিশ জানিয়েছে সুশীল সমাজ।

আরও পড়ুন-তীব্র গরমে পুরকর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা নিল পুরসভা

বর্ধমান মেডিক্যাল কলেজের পড়ুয়া সালাউদ্দিন শেখের পক্ষ থেকে পূর্বস্থলীর নিমদহ এলাকায় স্থানীয়দের কথা ভেবে এই স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়। সেখানেই উদ্যোক্তাদের তরফে তাঁকে ডাক্তার হিসাবে উপস্থিত থাকার আহ্বান জানানো হলে সাদরে এই আহ্বানে সাড়া দেন শর্মিলা। শর্মিলা জানান, ডাক্তার হিসাবে আমার প্রাথমিক কাজ অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো কারণ আমি আগে ডাক্তার পরে প্রার্থী তাই মানুষের সেবায় আগে যোগ দিয়েছি। এই শিবিরে শর্মিলা ছাড়াও আরও ছ’জন ডাক্তার ছিলেন। সাধারণ সমস্যা ছাড়া বেশ কয়েকজন মানসিক রোগী দেখেন শর্মিলা সরকার। শুধু তাই নয়, সময় নিয়ে তাঁদের যত্ন নিয়ে কাউন্সেলিং করেন তিনি।

Latest article