বছরের উষ্ণতম দিন কলকাতায়

৪৪ বছরের রেকর্ড ভাঙল গরম। বছরের উষ্ণতম দিন কাটাল শহর কলকাতা। আলিপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস।

Must read

প্রতিবেদন : ৪৪ বছরের রেকর্ড ভাঙল গরম। বছরের উষ্ণতম দিন কাটাল শহর কলকাতা। আলিপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯৮০ সালে গরমের রেকর্ড ছুঁয়ে ফেলল কলকাতা। কলকাতার পাশাপাশি এদিন দমদমও ৪২ ডিগ্রি সেলসিয়াসে হাঁসফাঁস করল। গোটা রাজ্যেই ছিল একই ছবি। কলাইকুণ্ডা ৪৫.৪, পানাগড় ৪৪.৮, মেদিনীপুর ৪৪.৫, মালদহ ৪২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন-প্রচার ফেলে মানুষের সেবায় প্রার্থী শর্মিলা, মানবিকতার নজির তৃণমূলের

সোমবার সকাল থেকেই ৪০ ছুঁই-ছুঁই ছিল শহর কলকাতার তাপমাত্রা। পরিসংখ্যান বলছে, গত ৬৪ বছরেও এপ্রিলে ৪২ ডিগ্রি সেলসিয়াস ছোঁয়নি কলকাতার পারদ। তবে এই তীব্র দহন জ্বালার মধ্যেও স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহ জুড়ে তাপপ্রবাহ চললেও আগামী শনিবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আগামী রবি ও সোমবার দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ২ মে পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতাই জারি থাকছে। ২৫ এপ্রিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল কলকাতার তাপমাত্রা। হাওয়া অফিস বলছে, এই সময় সাধারণ ভাবে কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকে। তা এখন ৪২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে।

Latest article