জিতে শীর্ষেই আর্সেনাল

লিভারপুল খানিকটা পিছিয়ে পড়ায় প্রিমিয়ার লিগের খেতাবি লড়াই এখন দ্বিমুখী। আর এই দৌড়ে সামান্য হলেও এগিয়ে আর্সেনাল।

Must read

লন্ডন, ২৯ এপ্রিল : লিভারপুল খানিকটা পিছিয়ে পড়ায় প্রিমিয়ার লিগের খেতাবি লড়াই এখন দ্বিমুখী। আর এই দৌড়ে সামান্য হলেও এগিয়ে আর্সেনাল। তবে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গত তিনবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি।
টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ৩-২ গোলে জয়ের পর, ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের এক নম্বর স্থান নিজেদের দখলেই রেখেছে আর্সেনাল। অন্যদিকে, নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়ে ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যান সিটি। তিনে রয়েছে লিভারপুল। ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট ৭৫।

আরও পড়ুন-ভোট কাটতে নেমেছে বিজেপির দোসর সিপিএম-কংগ্রেস : নেত্রী

টটেনহ্যামের বিরুদ্ধে বিরতির আগেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। ১৫ মিনিটে আত্মঘাতী গোল করেন টটেনহ্যামের পিয়েরে-এমিল-হয়বার্গ। ২৭ মিনিটে বুকায়ো সাকার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্সেনাল। এরপর ৩৮ মিনিটে কাই হাভার্টজের গোলে ৩-০। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল টটেনহ্যাম। ৬৪ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরোর গোলে ব্যবধান কমায় টটেনহ্যাম। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে ২-৩ করেন সন হিউং মিন।

আরও পড়ুন-এসএসসি নিয়োগ মামলা: সিবিআই তদন্তের উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

এদিকে, নটিংহ্যামের বিরুদ্ধে ম্যাচটা ছিল কোচ হিসাবে পেপ গুয়ার্দিওলার ৩০০তম প্রিমিয়ার লিগ ম্যাচ। আর কোচের মাইলস্টোনের ম্যাচে ৩২ মিনিটেই ম্যান সিটিকে এগিয়ে দিয়েছিলেন ইওস্কো গাভারদিওল। ৬২ মিনিটে পরিবর্ত হিসাবে মাঠে নামেন আর্লিং হালান্ড। ৭১ মিনিটে হালান্ডের গোলেই ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ফেলে ম্যান সিটি। যা পরিস্থিতি, তাতে নিজেদের শেষ চারটি ম্যাচ জিতলে, ম্যান সিটির পয়েন্ট হবে ৯১। অন্যদিকে, আর্সেনালের বাকি তিন ম্যাচ। এই তিনটে ম্যাচ জিতলে সর্বোচ্চ ৮৯ পয়েন্টে পৌঁছবে গানাররা। ফলে আপাতত অ্যাডভান্টেজ ম্যান সিটি।

Latest article