ট্রুডোর সামনেই খালিস্তানি স্লোগান

প্রধানমন্ত্রী এই আবহে যে কোনও মূল্যে শিখদের অধিকার ও স্বাধীনতা রক্ষার পাশাপাশি তাঁদের মূল্যবোধকে সমমর্যাদা দেওয়ার বার্তা দিয়েছেন।

Must read

প্রতিবেদন: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভাষণের মাঝেই খালিস্তানি স্লোগান। টরোন্টোতে শিখদের মহোৎসবে ‘খালিস্তান জিন্দাবাদ’ স্লোগানে কানাডার বিরুদ্ধে খালিস্তানপন্থীদের মদত দেওয়ার অভিযোগ আরও জোরালো হল। খালসা দিবসে ট্রুডোর ভাষণে কানাডায় বসবাসকারী শিখ সম্প্রদায়ের প্রতি বিশ্বাস জাগিয়ে তোলার একটা মরিয়া চেষ্টা দেখা যায়। আর সেখানেই আচমকা শোনা গেল খালিস্তানি স্লোগান।

আরও পড়ুন-নাভালনি যোগের অভিযোগে ধৃত দুই রুশ সাংবাদিক, পুতিন-বিরোধী মত দমনের চেষ্টা

প্রধানমন্ত্রী এই আবহে যে কোনও মূল্যে শিখদের অধিকার ও স্বাধীনতা রক্ষার পাশাপাশি তাঁদের মূল্যবোধকে সমমর্যাদা দেওয়ার বার্তা দিয়েছেন। বিচ্ছিন্নতাবাদী খালিস্তানপন্থীদের স্লোগান যখন উপস্থিত জনতার মাঝে জোরদার হয়ে উঠছিল তখনই পরিস্থিতি সামাল দিতে কানাডার প্রধানমন্ত্রী শিখদের আশ্বস্ত করে বলেন, আপনারা যাতে নিয়মিত দেশে যাতায়াত করতে পারেন, তার জন্য ভারত সরকারের সঙ্গে অমৃতসর-সহ আরও বেশি বিমান চলাচলের বন্দোবস্ত করার কাজ চলছে। কানাডা সরকার শিখদের গুরুদ্বার এবং মহল্লাগুলির জন্য আরও সুনিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে সেদেশের সম্পর্ক যখন তলানিতে বিশেষ করে তখন প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ মনে করছে কূটনৈতিক মহল।

Latest article