প্রমাণিত হল বিজেপিরই এজেন্ট নওশাদ

ভাঙড়ে মনোনয়ন জমার পর্বে অশান্তির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধেই। আবার তিনিই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

Must read

প্রতিবেদন : আগেই হাটে হাঁড়ি ভেঙে গিয়েছিল। নওশাদ যে আদতে ‘বিজেপির বাচ্চা’ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলে দিয়েছেন। যত দিন যাচ্ছে নওশাদ-বিজেপি মাখো-মাখো সম্পর্ক আরও বেশি করে সামনে আসছে। হাইকোর্ট কেন্দ্রীয় নিরাপত্তার নির্দেশের আগেই বঙ্গ বিজেপির সুপারিশ অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রক আইএসএফ বিধায়ককে কেন্দ্রীয় নিরাপত্তা দিতে উদ্যোগী হয়েছে। ফলে যে বিজেপি দেশের জন্য ক্ষতিকারক, যে বিজেপির মূল এজেন্ডা সাম্প্রদায়িকতার তাস খেলে ভোটের বাজারে ফায়দা লোটে, সেই বিজেপির পায়ে ধরে নওশাদ নিরাপত্তা চাইছেন।

আরও পড়ুন-মাহেশের রথকে ঘিরে উন্মাদনা

এর থেকে লজ্জার আর কী হতে পারে। ভাঙড়ে মনোনয়ন জমার পর্বে অশান্তির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধেই। আবার তিনিই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালতের বিষয় নিয়ে কোনও মন্তব্য না করতে চাইলেও তৃণমূল সাংসদ শান্তনু সেন মনে করিয়ে দেন বিজেপির সঙ্গে আইএফএফ নেতা নওশাদের কথোপকথন ফাঁসের কথা। বিজেপির মদতপুষ্ট আইএসএফ নেতা কেন্দ্রের নিরাপত্তা প্রত্যাশী নওশাদ— কটাক্ষ তৃণমূল কংগ্রেসের।

Latest article