নয়াদিল্লি, ২২ জুন : জাতীয় নির্বাচক কমিটির প্রধানের পদে চেতন শর্মার উত্তরসূরি এখনও খুঁজে পায়নি বিসিসিআই। আপাতত কাজ চালাচ্ছেন অন্যতম নির্বাচক শিবসুন্দর দাস। চেতন যেহেতু উত্তরাঞ্চলের প্রতিনিধি ছিলেন, তাই নতুন নির্বাচক প্রধান নিতে হবে ওই অঞ্চল থেকে। আর এই পদে বীরেন্দ্র শেহবাগকেই যোগ্যতম ব্যক্তি বলে মনে করছেন বোর্ড কর্তারা। কিন্তু সমস্যা হল অর্থ!
আরও পড়ুন-আরও আগ্রাসনের বার্তা ম্যাকালামের বিনোদনেই নজর : বয়কট
এই মুহূর্তে প্রধান নির্বাচক বছরে এক কোটি টাকা বেতন পান। বাকি চার নির্বাচকরা পান বছরে ৯০ লক্ষ করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তার বক্তব্য, ‘‘প্রশাসকদের কমিটি বোর্ডের দায়িত্বে থাকার সময় জাতীয় দলের কোচের পদে আবেদন করার জন্য শেহবাগকে অনুরোধ করা হয়েছিল। পরে সেই দায়িত্ব পান অনিল কুম্বলে। এটা পরিষ্কার যে, বীরু নিজে থেকে নির্বাচক হওয়ার জন্য আবেদন করবে না। ওর সঙ্গে কথা বলতে হবে। কিন্তু ও এত কম অর্থে রাজি হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে উত্তরাঞ্চল থেকে এই মুহূর্তে ও-ই যোগ্যতম প্রার্থী।’’
আরও পড়ুন-মার্কিন সফরেও মণিপুর অস্বস্তি
শেহবাগ ছাড়াও উত্তরাঞ্চল থেকে নির্বাচক হওয়ার দাবিদার গৌতম গম্ভীর, যুবরাজ সিং, হরভজন সিংরা। কিন্তু সমস্যা হল, এঁদের কারওরই অবসর নেওয়ার পর পাঁচ বছর পূর্ণ হয়নি। শেষ পর্যন্ত তাই শিকে ছিঁড়তে পারে অজয় রাত্রা বা বিবেক রাজদানের মতো প্রাক্তনদের।