আরও আগ্রাসনের বার্তা ম্যাকালামের বিনোদনেই নজর : বয়কট

তবে বয়কট যাই বলুন, এজবাস্টনে হেরে সিরিজে পিছিয়ে পড়া ইংল্যান্ড লর্ডসে দ্বিতীয় টেস্টে আরও আগ্রাসী হওয়ার বার্তা দিয়েছে।

Must read

লন্ডন, ২২ জুন : ইংল্যান্ডের অতি আগ্রাসী ক্রিকেটের সমালোচনায় প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জিওফ্রে বয়কট। জানিয়েছেন, টেস্ট জেতার থেকেও ইংল্যান্ডের কাছে বিনোদন বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তাই এজবাস্টনে বাজবল ভেসে গিয়েছে।

আরও পড়ুন-জঙ্গিদের গুলিতে জখম ২ জওয়ান

বয়কট বলেছেন, ‘‘ইংল্যান্ড সমর্থকরা চায় অ্যাসেজে দলের জয় দেখতে। অন্য কিছুর থেকে সেটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ। দ্রুত রান তোলা, প্রচুর চার-ছয়ের বন্যা দেখতে ভালই লাগে। কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাসেজ জয়ের বড় পুরস্কারের থেকে বাকি সব কিছুই গৌণ। যদি সিরিজ শেষে অস্ট্রেলিয়া অ্যাসেজ খেতাব নিয়ে ঘরে ফেরে, তাহলে আমরা অসুস্থবোধ করব। তখন এটা নিয়ে কেউ ভাববে না যে, আমরা মানুষকে কতটা বিনোদন দিতে পারলাম।’’ যোগ করেন, ‘‘ক্রিকেটে বিনোদন থাকলেও খেলাটা দাবার মতো। এমন কিছু মুহূর্ত আছে যখন নিজেকে রক্ষা করতে হয়। তার জন্য ধৈর্য ধরতে হবে। শুধু আক্রমণ করাই নয়, সাধারণ জ্ঞান কাজে লাগানোর পাশাপাশি ইংল্যান্ডকে একটু বাস্তববাদীও হতে হবে।’’

আরও পড়ুন-মার্কিন সফরেও মণিপুর অস্বস্তি

তবে বয়কট যাই বলুন, এজবাস্টনে হেরে সিরিজে পিছিয়ে পড়া ইংল্যান্ড লর্ডসে দ্বিতীয় টেস্টে আরও আগ্রাসী হওয়ার বার্তা দিয়েছে। কোচ ব্রেন্ডন ম্যাকালাম বলেছেন, ‘‘হারলেও এজবাস্টন টেস্ট আমাদের আক্রমণাত্মক স্ট্র্যাটেজিকেই বৈধতা দিয়েছে। নিজেদের শৈলী ধরে রাখতে চাই। বরং আরও কিছুটা কাঠিন্য এবং আগ্রাসন দেখা যেতে পারে আমাদের খেলায়।’’ প্রসঙ্গত, ২৮ জুন থেকে লর্ডসে শুরু হচ্ছে অ্যাসেজের দ্বিতীয় টেস্ট।

Latest article