আজ, শুক্রবার পাটনায় ছিল বিরোধীদের মেগা বৈঠক। ওই বৈঠক শেষে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন-
- বৈঠকে ছিল ১৭টি দল
- পাটনা থেকে যে লড়াই শুরু হয় সেটা ফলপ্রসূ হয়
- ৫টি বিষয়ে এই বৈঠকে আমরা সহমত- ১. আমরা একজোট, ২. আমরা একসঙ্গে লড়ব, ৩. আমাদের লড়াই বিজেপির স্বৈরাচারিতার বিরুদ্ধে, ৪. পরের বৈঠক সিমলায়, ৫. যে কোনও ষড়যন্ত্র একসঙ্গে রুখে দেব
আমরা বিরোধী নই, আমরাও এই দেশের নাগরিক - মণিপুর জ্বললে আমাদেরও হৃদয় দগ্ধ হয়
- কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিজেপি বিরোধীদের কোণঠাসা করার চেষ্টা করছে
- বিজেপির এই স্বৈরচারিতার বিরুদ্ধে আমরা একজোট
- যেসব রাজ্যে বিজোপি বিরোধীদল ক্ষমতায় রয়েছে, সেখানে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা চালাচ্ছে মোদি সরকার
আরও পড়ুন- নবান্নে জোরদার হচ্ছে নিরাপত্তা, বসানো হচ্ছে হেড কাউন্টিং ক্যামেরা