নবান্নে জোরদার হচ্ছে নিরাপত্তা, বসানো হচ্ছে হেড কাউন্টিং ক্যামেরা

Must read

রাজ্যের সচিবালয় নবান্নের অন্দরের নিরাপত্তা আরও জোরদার করতে প্রবেশ পথে এবং ভিতরে অত্যাধুনিক হেড কাউন্টিং ক্যামেরা (Head counting camera- Nabanna) বসানো হল। নবান্নে কতজন মানুষ আসছেন তার যথাযথ তথ্য এই ক্যামেরার মাধ্যমে পাওয়া যাবে ৷ ‘নির্ভয়া প্রকল্প’-এর আওতাধীন একটি সুরক্ষা প্রকল্পের আওতায় এই হেড কাউন্টিং ক্যামেরা বসানো হচ্ছে বলে জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, এই ক্যামেরার যাবতীয় তথ্য সার্ভার মারফত কম্পিউটার এবং কন্ট্রোল রুমে পাওয়া যাবে। মূলত নবান্নের ভিতরে প্রতিদিন কত লোক আসছেন, তার একটি পরিসংখ্যান জানার জন্যই এই উদ্যোগ।
আদতে নবান্নে (Head counting camera- Nabanna) দিনে কত জন লোক আসছেন, কতজন লোক বেরোচ্ছেন, কারা কারা আসছেন, তাঁরা কখন আসছেন এবং কখন বেরোচ্ছেন- যাবতীয় তথ্য সেই ক্যামেরার মাধ্যমে পাওয়া যাবে । এই ক্যামেরার যাবতীয় তথ্য সার্ভার মারফত কম্পিউটার এবং কন্ট্রোল রুমে জমা হয়ে যাবে। আপাতত পরীক্ষামূলকভাবে ক্যামেরা বসানো হয়েছে। পরবর্তীকালে নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজ্যের অন্যান্য প্রশাসনিক দফতরেও এই ক্যামেরা বসানো হতে পারে বলে খবর।

আরও পড়ুন- আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে!

Latest article