আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে!

Must read

৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। এরমধ্যে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনি রাজ্যে পাঠানোর বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্র। তবে রাজ্য কমিশন আরও ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে। এরপরই রাজ্যে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে বলে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩১৫ কোম্পানি বাহিনীর মধ্যে  থাকবে CRPF ৫০ কোম্পানি, BSF ৬০ কোম্পানি, CISF ২৫ কোম্পানি, ITBP ২০ কোম্পানি, SSB ২৫ কোম্পানি, RPF ২০ কোম্পানি। বাকি ১২টি রাজ্য থেকে ১১৫ কোম্পানি থাকবে ‘স্পেশাল আর্মড ফোর্স’।

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) জন্য পশ্চিমবঙ্গে অন্তত ৮২ হাজার সেনা জওয়ানকে আনার নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। সেই নির্দেশমতো বৃহস্পতিবার কেন্দ্রের কাছে ৮০০ কোম্পানি বাহিনী চেয়েছিল কমিশন। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে,  রাজ্যে মোট ৮২২ কোম্পানি বাহিনী আসছে। তার মধ্যে এখনও মোট ৩৩৭ কোম্পানি বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর ঘোষিত সামাজিক প্রকল্প তুলে ধরে ভােট-প্রচার করলেন সেচমন্ত্রী

Latest article