মুখ্যমন্ত্রীর ঘোষিত সামাজিক প্রকল্প তুলে ধরে ভােট-প্রচার করলেন সেচমন্ত্রী

Must read

সংবাদদাতা, হাওড়া : জগৎবল্লভপুরে পঞ্চায়েত ভোট-প্রচারে ঝড় তুললেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmik)। বৃহস্পতিবার জগৎবল্লভপুরের শিয়ালডাঙা ও হাঁটাল পঞ্চায়েত এলাকায় প্রচারে যান মন্ত্রী। প্রথমে শিয়ালডাঙা পঞ্চায়েতে প্রচার সারেন। তাঁর সঙ্গে ছিলেন এলাকার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। প্রথমে প্রার্থীদের সঙ্গে পরিচয়পর্ব সারেন মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmik)। এরপর দলের কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করেন। কীভাবে পঞ্চায়েত ভোটের প্রচার চলবে তা দলীয় কর্মীদের ভালভাবে বুঝিয়ে দেন তিনি। এরপর মঞ্চ থেকে নেমে এসে দলের কর্মীদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। কর্মীদের নিয়ে এলাকায় ঘুরে ঘুরে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারও করেন পার্থ ভৌমিক। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে তাতে এই রাজ্যের সমস্ত মানুষই উপকৃত হয়েছেন। এর সুফল এবারের পঞ্চায়েত ভোটে আমরা পাব। এরই সঙ্গে রাজ্যের মানুষের ন্যায্য পাওনা প্রতিহিংসাপরায়ণ হয়ে কীভাবে কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছে তা সবাই দেখছেন। ভোটের বাক্সে এর জবাব পেয়ে যাবে বিজেপি।’ এলাকার মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগের মাধ্যমে প্রচার চালিয়ে জগৎবল্লভপুরের শোভারানিদেবী কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। এরপর দুপুরে দলের এক প্রার্থীর বাড়িতেই তৃণমূল কর্মীদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ সারেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। সেখান থেকে হাঁটাল পঞ্চায়েত এলাকাতেও একইভাবে জনসংযোগের মাধ্যমে প্রচার সারেন পার্থ ভৌমিক। তাঁর সঙ্গে ছিলেন হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র। সেচমন্ত্রী পার্থ ভৌমিকের প্রচারকে ঘিরে দলীয় কর্মীদের উৎসাহ ছিল তুঙ্গে। জগৎবল্লভপুরের পাশাপাশি আমতার অমরাগোড়ি ও ঝিকিরা পঞ্চায়েতে এলাকাবাসীদের সঙ্গে জনসংযোগের মাধ্যমে প্রচারাভিযানে যান বিধায়ক অরূপ চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক সুকান্ত পাল-সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী ও দলীয় কর্মীরা।

আরও পড়ুন-টিকিট চেকার রেলের ঘোষক

Latest article