সংবাদদাতা, হুগলি : আরামবাগের পুরশুড়া পঞ্চায়েত এলাকায় ভোটের প্রচার সারলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) ও সাংসদ অপরূপা পোদ্দার। শনিবার কর্মিবৈঠক, মানুষের সঙ্গে কথা বলার মধ্যে দিয়েই প্রচার সারেন মন্ত্রী (Indranil Sen)। বলেন, ‘‘আরামবাগের এত উন্নয়ন ভাবা যায় না। আগে অনেকবার এদিকে এসে বিভিন্ন অনুষ্ঠান করেছি। সেই সময় রাস্তাঘাট এত খারাপ ছিল যে বাড়ি ফেরার পর গায়ে ব্যথা হত। এখন আরামবাগের সমস্ত ক্ষেত্রেই তৃণমূল সরকার উন্নয়ন করেছে। মুখ্যমন্ত্রীর উন্নয়ন ও জনমুখী প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। এবার পঞ্চায়েত ভোটে আরামবাগে তৃণমূল ক্লিনচিট পাবে। সব পঞ্চায়েত জিতবে। বিরোধীরা তো ভোটে থাকে না, থাকে হাইকোর্টে। বিরোধীদের জায়গা ওটা, ওরা ওখানেই থাকুক। মানুষ থাকবে মুখ্যমন্ত্রীর সঙ্গে। তৃণমূলের মতো বড় পরিবারে বড় কোনও অনুষ্ঠান থাকলে অনেকের আলাদা আলাদা চাহিদা থাকতেই পারে, কিন্তু অনুষ্ঠান সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়। পঞ্চায়েত ভোটেও নিজেদের মধ্যে কোথাও কোনও দ্বন্দ্ব, ঝামেলা থাকবে না। ভোট ভালভাবেই হবে। সব জায়গায় তৃণমূলই জিতবে।’’
আরও পড়ুন- মানুষের উন্নয়নে বড় গদ্দারের ভূমিকা কী, প্রশ্ন শোভনদেবের