মানুষের উন্নয়নে বড় গদ্দারের ভূমিকা কী, প্রশ্ন শোভনদেবের

Must read

সংবাদদাতা, ভগবানপুর : নাম না করে রাজ্যের বিরোধী দলনেতাকে ‘বড় গদ্দার’ বলে কটাক্ষ করলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhandeb Chattaerjee)। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে নির্বাচনীসভায় শুক্রবার রাতে বলেন (Sobhandeb Chattaerjee), এ জেলার একটা ছেলের নাম বলতে আমি ঘৃণাবোধ করি। দল পরিবর্তন করেছে বলে অনেকে গদ্দার বলে। আমি বলি, গরিব মানুষের ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেয় যে, তার থেকে ‘বড় গদ্দার’ আর কে আছে? ভগবানপুর গ্রামপঞ্চায়েত এলাকার বচ্ছিপুরের সভা থেকে তৃণমূল প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানান তিনি। কেন ভোট দেবেন সে প্রসঙ্গে শোভনদেব বলেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনও কারও ক্ষতি করেন না। তিনি প্রচণ্ড মানবিক। আর যাঁকে আপনারা গদ্দার বলেন, মানুষের উন্নয়নে তাঁর ভূমিকা কী? দিল্লি গিয়ে অমিত শাহের পায়ে ধরে বলছে, গ্রামোন্নয়নের টাকা রাজ্যকে দেবেন না। আমরা তাহলে হেরে যাব। মুখ্যমন্ত্রী তাতেও রাজ্যের ৪০ শতাংশ টাকা দিয়ে মানুষকে কাজ দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই হল তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভায় গ্রামবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অন্যদের মধ্যে ছিলেন প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু মাইতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ প্রার্থী রবীনচন্দ্র মণ্ডল, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রার্থী পলাশ বর্মন, ভগবানপুর গ্রামপঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা প্রার্থী শেখ রেজাক, ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির প্রার্থী শেখ রাইসউদ্দিন, ব্লক যুব তৃণমূল সভাপতি সৌরভ বেরা, অরূপসুন্দর পাণ্ডা প্রমুখ।

আরও পড়ুন- কেন্দ্রের বঞ্চনার জবাব ভোটেই

Latest article