‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ (series)— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-বিজিপিএমের দাপটে ছন্নছাড়া বিজেপি
শয়তান
জব্দ করবে কাকে?
যার নেই কোনও পিছুটান
স্তব্ধ করবে কাকে?
নেই যার ধন-মান?
অর্থ অলিন্দে যাদের বাস
তাদের জীবনে-জীবনটা ভোগ-বাস
গোবরে পদ্ম, গড়ে ইতিহাস
সাহসীরা গড়ে সৃষ্টির বারোমাস৷৷
সন্ত্রাস সুখের সৃষ্টি উল্লাসে
বধ্যভূমির আবদ্ধ আকাশে
রক্তনদীতে যখন মানুষ ভাসে
শয়তানরা তখন আহ্লাদে হাসে।
সোনার কাঁকই-এ আঁচড়ে চুল
ভাবে যারা জীবন সোনার ফুল
ভাঙবে তাদের ভাঙবে ভুল
যখন দেখবে সামনে সরষে ফুল।