মুন্নাকে মরণোত্তর সম্মান উদ্যোগ লাল-হলুদের

Must read

প্রতিবেদন : ৯০-এর দশকের শুরুতে লাল-হলুদ জার্সিতে ময়দানে দ্যুতি ছড়িয়েছিলেন বাংলাদেশের মোনেম মুন্না, রুমি, মহম্মদ আসলামরা। এঁদের মধ্যে মুন্না (Monem Munna) ১৮ বছর আগে কিডনির রোগে আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারান। ইস্টবেঙ্গল ক্লাব মুন্নাকে মরণোত্তর সম্মান জানাতে চায়।
বাংলাদেশে গিয়ে ইতিমধ্যেই প্রয়াত ফুটবলারের পরিবারের সঙ্গে কথা বলে এসেছেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিরা। তবে সরকারিভাবে এখনও আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেছেন, ‘‘আমরা ১ অগাস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবসে মুন্নাকে (Monem Munna) মরণোত্তর সম্মান দেওয়ার কথা ভাবছি। আসলামের তো পাসপোর্টই নেই। তবু এখানে খেলে যাওয়া ওদের সবাইকেই সংবর্ধনা দিতে পারলে ভাল লাগবে। বুধবার ক্লাবের কর্মসমিতির বৈঠক আছে। সেখানে সদস্যরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবে। এরপরই আমরা সরকারিভাবে বাংলাদেশে মুন্নার পরিবারের কাছে আমন্ত্রণপত্র পাঠাব। বাকিদের কাছেও পাঠানো হতে পারে।’’
রুমি কানাডায় থাকেন। কলকাতায় আনতে তাঁর সঙ্গে ইস্টবেঙ্গল কর্তারা যোগাযোগ করতে চান।

আরও পড়ুন- ইউরো-তারকা সাদিকু মোহনবাগানে

Latest article