ইউরো-তারকা সাদিকু মোহনবাগানে

Must read

প্রতিবেদন : দলবদলে আরও এক চমক মোহনবাগানের। জনি কাউকোর পরিবর্ত খুঁজে নিল ক্লাব। ২০১৬ ইউরো কাপে রোমানিয়ার বিরুদ্ধে আলবেনিয়ার হয়ে ঐতিহাসিক গোলের নায়ক আর্মান্দো সাদিকু (Mohun Bagan- Armando Sadiku) এবার খেলবেন সবুজ-মেরুন জার্সিতে। ইউরোতে আলবেনিয়ার প্রথম জয় এবং জয়সূচক গোলটিই এসেছিল সাদিকুর পা থেকে। লা লিগার দ্বিতীয় ডিভিশনের ক্লাব এফসি কার্তাহেনার এই স্ট্রাইকারের সঙ্গে দু’বছরের চুক্তি হল মোহনবাগান সুপার জায়ান্টের। হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোসের পাশে জেসন কামিন্স এবং সাদিকু আসায় জুয়ান ফেরান্দোর দলের আক্রমণ আরও শক্তিশালী হল। সেই সঙ্গে মোহনবাগানের ছ’জনের বিদেশি কোটাও পূর্ণ হল।
আলবেনিয়ার জাতীয় দলের এই গোলমেশিন খেলেছেন স্পেন ছাড়াও খেলেছেন পোল্যান্ড, বলিভিয়া ও তুরস্কের নানা ক্লাবে। কার্তাহেনার আগে সাদিকু খেলেছেন স্পেনের নামী ক্লাব লেভান্তে এবং মালাগাতেও। বক্সের ভিতর এবং বাইরের যে কোনও জায়গা থেকে নিখুঁত নিশানায় বল রেখে গোল করায় পারদর্শী এই অভিজ্ঞ আলবেনিয়ান ফরোয়ার্ড।

আরও পড়ুন-উত্তরে আজ নেত্রীর ঝড়, কাল নদিয়ায় প্রচার অভিষেকের

মোহনবাগানে সই করে সাদিকু (Mohun Bagan- Armando Sadiku) বলেছেন, ‘‘স্পেনে ভারতীয় ফুটবল সম্পর্কে এখন ভাল ধারণা তৈরি হয়েছে। ভারতে লিগ খেলে ফিরে গিয়ে তারা এখানকার ফুটবল নিয়ে যথেষ্ট উচ্চ ধারণা পোষণ করেছে। মোহনবাগান আমার সঙ্গে যোগাযোগ করার পর এক সপ্তাহের মধ্যে আরও খোঁজখবর করে আসতে সম্মত হই। শতাব্দীপ্রাচীন মোহনবাগান ক্লাবের গর্বের ইতিহাস রয়েছে। আইএসএল ছাড়াও বাকি টুর্নামেন্টেও সতীর্থদের নিয়ে দলকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব।’’
আইএসএল চ্যাম্পিয়ন হলেও পজিটিভ স্ট্রাইকারের অভাবে গত মরশুমে ভুগতে হয়েছিল মোহনবাগানকে। দিমিত্রি পেত্রাতোস ঠিক নাম্বার নাইন নন। নিচ থেকে খেলে থাকেন। গতবারের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার শুরু থেকে বক্স স্ট্রাইকারের জন্য ঝাঁপিয়েছিল মোহনবাগান। সেই লক্ষ্যেই কামিন্স, সাদিকুকে সই করিয়ে নিয়েছে ক্লাব। তবে হুগো বুমোসের পরিবর্ত এখনই ভাবছে না সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।

Latest article