সংবাদদাতা, দিঘা : দিঘা মোহনায় এবার মরশুমের প্রথম থেকে সেভাবে ইলিশ মাছ ধরা পড়ছে না। মৎস্যজীবীদের এই খেদ অনেকটা মিটল, সোমবার ও মঙ্গলবার অন্যান্য মাছের হাত ধরে। মঙ্গলবার কয়েক লক্ষ টাকার কই ভোলা এবং প্রায় ৭০ কেজি শঙ্কর মাছ দিঘা মোহনায় ওঠে। এছাড়াও সোমবার ‘তেলিয়া ভোলা’ মাছের জ্যাকপটে রাতারাতি লাখপতি হন দিঘার মৎস্য ব্যবসায়ী শেখ রহিমুল। দিঘার ঘেরসাইয়ের বাসিন্দা রহিমুলের ‘বাবা সাহেব’ ট্রলারে বিশাল তেলিয়া ভোলাটি ধরা পড়ে।
আরও পড়ুন-গানের সুরে পঞ্চায়েত ভোটের প্রচারে মন্ত্রী ইন্দ্রনীল সেন, কর্মীরা ঠিক করুন কীভাবে বিজয়োৎসব
বিভিন্ন গুণের জন্য এই মাছটিকে মৎস্যজীবীরা ‘সমুদ্রের রত্ন’ বলে থাকেন। বিদেশে এই মাছকে ‘ক্রসওয়েলরাং ফি’ বলে। এরা গভীর সমুদ্রে থাকে। এই ভোলার ওজন ২৮ কেজি, লম্বায় তিন ফুট। প্রতি কেজি ১৮ হাজার টাকা দরে বিক্রি হয়। কেনেন প্রেমানন্দ বর্মন। ট্রলার মালিক জানান, মাছটি পুরুষ প্রজাতির, তাই বেশি দাম পাওয়া গেল। দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের আড়তে মাছটি বিক্রির জন্য এলে দেখতে ভিড় জমে যায়।