উপাচার্য নিয়োগে সার্চ কমিটি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি পাঠাল অধ্যাপক সংগঠন

বিশ্বভারতীর এক ঊর্ধ্বতন আধিকারিক জানান, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক বিশ্বভারতীকে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করতে বলে।

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : বিশ্বভারতী উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করতে ভিবিউফা চিঠি দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। এই নভেম্বরে শেষ হচ্ছে বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ। ২০১৬-য় স্থায়ী উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের পর ২০১৯-এ উপাচার্য হন বিদ্যুৎ চক্রবর্তী। মাঝে কয়েক বছর অস্থায়ী উপাচার্য ছিলেন স্বপনকুমার দত্ত ও সবুজকলি সেন।

আরও পড়ুন-ইলিশ নেই, মৎস্যজীবীদের ত্রাতা হল তেলিয়া ভোলা

বিশ্বভারতীর এক ঊর্ধ্বতন আধিকারিক জানান, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক বিশ্বভারতীকে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করতে বলে। এক্ষেত্রে বিশ্বভারতীর স্বতঃপ্রণোদিত ভূমিকা থাকে না। কিন্তু বিশ্বভারতীর বাম অধ্যাপক সংগঠন ভিবিউফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি পাঠিয়ে তাঁর কর্তব্য স্মরণ করানোর পাশাপাশি বর্তমান উপাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে। যার মধ্যে রয়েছে অধ্যাপকদের সাসপেনশন, রবীন্দ্র স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে ন্যাকের অবমূল্যায়ন প্রভৃতি। যার জন্য উপাচার্যকে কাঠগড়ায় তোলা হয়েছে।

আরও পড়ুন-গানের সুরে পঞ্চায়েত ভোটের প্রচারে মন্ত্রী ইন্দ্রনীল সেন, কর্মীরা ঠিক করুন কীভাবে বিজয়োৎসব

এক প্রাক্তন উপাচার্য জানান, মানবসম্পদ মন্ত্রকের নির্দেশে কর্মসমিতি, কোর্ট একজন করে সদস্য ঠিক করে। তারপর রাষ্ট্রপতি ভবন থেকে কমিটির চেয়ারম্যানের নাম আসে। নির্দেশ মোতাবেক বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগের বিজ্ঞাপন দেয় ওয়েবসাইটে। তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হয়। একই কথা বলেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। বলেন, সার্চ কমিটির সঙ্গে সংশ্লিষ্ট বোর্ড অফ জাস্টিস, গভর্নরস, সংসদ এটা করতে পারে। সার্চ কমিটি গঠনের বিষয়ে ভিবিউফার কোনও ভূমিকা নেই।

Latest article