প্রতিবেদন : ভারতীয় সেনায় আত্মপরিচয় গোপন করে পাক নাগরিক রয়েছে কি না তা খুঁজে বের করতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি তদন্ত চালিয়ে যাবে সিআইডিও। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। প্রাথমিক অনুসন্ধানের কথা বলা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে।
আরও পড়ুন-দিনের কবিতা
আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সেনা, সিবিআই এবং সিআইডিকে দেশের স্বার্থে একযোগে কাজ করতে হবে। তথ্য এবং নথি দিয়ে সেনাকে সাহায্য করবে সিআইডি। কারণ বিষয়টি সেনার অভ্যন্তরের। পরের শুনানি ২৬ জুলাই। ওইদিন তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করতে হবে সিবিআই এবং সিআইডিকে। প্রয়োজনে আদালতে রিপোর্ট দিতে পারে সেনাও। ভারতীয় সেনায় দু’জন পাকিস্তানি রয়েছেন বলে অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিষ্ণু চৌধুরী এক ব্যক্তি।