সিপিএম-বিজেপি কাকার বিরুদ্ধে লড়ছেন সুরজিৎ

ওই বুথেই সিপিএম ও বিজেপির প্রার্থী হয়েছেন তাঁর দুই তুতো কাকা। কাকা-ভাইপোর লড়াই ঘিরে আমতায় ভোটের উত্তাপ বাড়ছে।

Must read

সংবাদদাতা, হাওড়া : জীবনে প্রথম ভোটযুদ্ধে নেমে দুই তুতো কাকার বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে তৃণমূল প্রার্থী আমতার সুরজিৎ বন্দ্যোপাধ্যায়কে। কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর থেকে ২৭০ নম্বর বুথে তৃণমূল প্রার্থী হয়েছেন সুরজিৎ। ওই বুথেই সিপিএম ও বিজেপির প্রার্থী হয়েছেন তাঁর দুই তুতো কাকা। কাকা-ভাইপোর লড়াই ঘিরে আমতায় ভোটের উত্তাপ বাড়ছে। ওঁদের বাড়ি পাশাপাশি। দুই কাকারই নাম আশিস বন্দ্যোপাধ্যায়। প্রচারে কেউই কারও বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করছেন না।

আরও পড়ুন-গুপ্তচর খুঁজতে সিবিআই তদন্ত

প্রচারের ফাঁকে তৃণমূল প্রার্থী সুরজিৎ জানান, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় রাজ্যে চালু হওয়া জনমুখী প্রকল্পগুলির কথা বলছি। সেই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে কীভাবে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখে দিয়েছে, সেকথাও বলছি। প্রচারে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। সিপিএম ও বিজেপির হয়ে যে দু’জন প্রার্থী হয়েছেন, তাঁরা সম্পর্কে কাকা হন। তবে প্রচারে আমরা কেউই ব্যক্তিগত আক্রমণ করছি না। দুই কাকা আমাকে হারাতে যতই চেষ্টা করুন, সফল হবেন না। কারণ জনসমর্থন ওঁদের দিকে নেই। আমার প্রতিই এলাকার মানুষের সমর্থন রয়েছে। দুই কাকার বিরুদ্ধে লড়াই হলেও পারিবারিক বন্ধন অটুট আছে।”

Latest article