মুম্বই, ২৭ জুন : বিরাট কোহলির জন্যই এবারের বিশ্বকাপ জিতুক ভারত। এমনটাই চান বীরেন্দ্র শেহবাগ। ২০১১ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য বীরু এই প্রসঙ্গে শচীন তেন্ডুলকরের উদাহরণ টেনেছেন।
আরও পড়ুন-আত্মঘাতী গোলে ড্র ভারতের
শেহবাগের বক্তব্য, ‘‘আমরা ওই বিশ্বকাপ খেলেছিলাম শচীন তেন্ডুলকরের জন্য। সবাই জানতাম, কাপ জিততে পারলে সেটা হবে শচীন পাজিকে দেওয়া সেরা বিদায়ী উপহার। বিরাট কোহলির ব্যাপারটাও একই ধরনের। আমার বিশ্বাস, গোটা দল বিরাটের জন্য কাপ জিততে মরিয়া হবে। বিরাট নিজেও সব সময় মাঠে নেমে নিজের ১০০ ভাগেরও বেশি দিয়েছে। এই বিশ্বকাপেও এর ব্যতিক্রম হবে না।’’
আরও পড়ুন-সিপিএম-বিজেপি কাকার বিরুদ্ধে লড়ছেন সুরজিৎ
প্রাক্তন ভারতীয় ওপেনার আরও যোগ করেছেন, ‘‘বিরাট নিজেও কাপ জেতার জন্য মরিয়া হবে। মোতেরায় এক লক্ষ মানুষের সামনে ফাইনাল খেলার অনুভূতিই আলাদা। আমি নিশ্চিত, এবারের বিশ্বকাপে বিরাট প্রচুর রান করবে। কাপ জেতার জন্য নিজের সেরাটা উজাড় করে দেবে।’’
শেহবাগ আরও জানিয়েছেন, ভারতীয় দলকে চ্যাম্পিয়ন হতে গেলে কোচ রাহুল দ্রাবিড়কে বড় ভূমিকা পালন করতে হবে। তিনি বলছেন, ‘‘আমাদের বিশ্বকাপ জয়ের পিছনে তৎকালীন কোচ গ্যারি কার্স্টেনের ইতিবাচক ভূমিকা ছিল। দলের কোন ক্রিকেটার কীভাবে প্র্যাকটিস করতে পছন্দ করে, তা গ্যারির নখদর্পণে ছিল। এবারের বিশ্বকাপেও দ্রাবিড়কে তেমনই ভূমিকা পালন করতে হবে। কীভাবে ক্রিকেটারদের সেরাটা বের করে আনা যায়, তার দায়িত্ব কিন্তু কোচের।’’ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ নিয়ে শেহবাগের ভবিষ্যদ্বাণী, ‘‘ভারতই ম্যাচ জিতবে। কারণ আমাদের সঙ্গে খেলা হলে পাকিস্তানই চাপে থাকে। ভারতীয়রা চাপ অনেক ভাল সামলায়।