বাতিল হচ্ছে বহু মেট্রো, সংকটে যাত্রীরা

0
115

প্রতিবেদন : লোকাল ট্রেনের মতোই এখন পরিস্থিতি তৈরি হচ্ছে মেট্রো চলাচলে। নিত্যদিনই বিভিন্ন সময়ে মেট্রো বাতিল (Metro cancelled) করে দেওয়া হচ্ছে। এজন্য আগাম কোনও ঘােষণাও করা হয় না। স্টেশনের ডিসপ্লে বোর্ডে শুধু সময় পরিবর্তন করে দেওয়া হয়। এর ফলে যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। সাধারণভাবে প্রতি ছ’মিনিট অন্তর মেট্রো চলাচল করে থাকে। কিন্তু বেশিরভাগ দিনই দেখা যায় মেট্রো বাতিল হতে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এই লাইনে এই ঘটনা বেশি হচ্ছে। অনেকক্ষেত্রে কবি সুভাষ থেকে ছেড়ে আসা দক্ষিণেশ্বরগামী মেট্রোর যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে দমদমে। পরের ট্রেনে তাঁদের যেতে হচ্ছে গন্তব্যে। মাঝপথের ওই ট্রেনকে দমদম থেকে আবার আপ লাইনে চালানো হচ্ছে। দক্ষিণেশ্বর থেকে বহু যাত্রী আপ লাইনে ট্রেন কম পাচ্ছেন। এরফলে তাঁদের দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। বরানগর স্টেশন থেকে বারাকপুর, কামারহাটির বহু যাত্রী ওই স্টেশন ব্যবহার করে থাকেন। তাঁদেরও সমস্যায় পড়তে হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন স্টেশনে প্রায়শই বিকল হয়ে যাচ্ছে এসক্যালেটর। যার ফলে হয়রান হতে হচ্ছে বয়স্ক যাত্রীদের। বিশেষ করে যাঁরা চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছেন। মেট্রো কর্তৃপক্ষ কয়েকদিন আগে দাবি করেছিল রেকর্ড সংখ্যক এসক্যালেটর চালু রয়েছে মেট্রোর (Metro cancelled) বিভিন্ন স্টেশনে। কিন্তু বাস্তবটা হল বেশিরভাগ দিনই ওই সব এসক্যালেটর কাজই করে না। তবে এরমধ্যে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বৃহস্পতিবার ইদ উপলক্ষে বাড়তি মেট্রো চলবে। দমদম ও কবি সুভাষ থেকে সকাল ৬.৫০-এ প্রথম ট্রেন ছাড়বে। সব মিলিয়ে ইদের দিন দমদম-কবি সুভাষের মধ্যে ২৩৪ জোড়া মেট্রো চালানো হবে।

আরও পড়ুন- জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণ, আধার ব্যবহারের ছাড়পত্র কেন্দ্রের