লর্ডস, ২৮ জুন : লর্ডস টেস্টে বড় রানের ইঙ্গিত দিচ্ছে অস্ট্রেলিয়া (Australia)। সৌজন্যে স্টিভ স্মিথ। তাঁর অনবদ্য হাফ সেঞ্চুরির সুবাদে প্রথম দিনের শেষে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৩৯ রান তুলেছে অস্ট্রেলিয়া। স্মিথ ৮৫ রানে অপরাজিত রয়েছেন। হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ডেভিড ওয়ার্নার ও ট্রভিস হেডও।
দিনের শুরুতেই বিপত্তি! জেমস অ্যান্ডারসনের করা প্রথম ওভার শেষ হতেই মাঠে ঢুকে পড়েন দুই প্রতিবাদী। তাঁদের টি-শার্টে লেখা ছিল ‘জাস্ট স্টপ অয়েল’। তবে ক্রিজে পা দেওয়ার আগেই তাঁদের আটকে দেন স্টোকস ও জনি বেয়ারস্টো। অস্ট্রেলিয়ার হয়ে শুরুটা ভালই করেছিলেন ওয়ার্নার ও উসমান খোয়াজা। প্রথম উইকেটে ৭৩ রান যোগ হওয়ার পর জুটি ভাঙেন ইংরেজ পেসার জস টাং। তাঁর বলে বোল্ড হন খোয়াজা (১৭)। ওয়ার্নারও (৬৬) টাংয়ের শিকার হন। এরপর অস্ট্রেলিয়াকে (Australia) টানছিলেন মার্নাস লাবুশানে ও স্মিথ। তবে ব্যক্তিগত ৪৭ রানে আউট হন লাবুশানে। এরপর হেডের (৭৭) সঙ্গে ১১৮ রান যোগ করেন স্মিথ। শেষবেলায় জো রুট এক ওভারে হেড ও ক্যামেরুন গ্রিনকে (০) আউট না করলে, ইংল্যান্ড আরও চাপে থাকত।
আরও পড়ুন-বিভাজনের রাজনীতি করতেই অভিন্ন দেওয়ানি বিধির কথা মোদির মুখে: ডেরেক