বিভাজনের রাজনীতি করতেই অভিন্ন দেওয়ানি বিধির কথা মোদির মুখে: ডেরেক

Must read

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুঝে গিয়েছেন, তাঁদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে ক্ষমতা হারানোর বিষয়টি তাঁর কাছে কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। তাই ভোটের কথা মাথায় রেখে বিভাজনের রাজনীতি করতেই অভিন্ন দেওয়ানি বিধির কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যকে কটাক্ষ করে এই কথা বললেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন (Derek o’brien)। ডেরেক (Derek o’brien) আরও বলেন, মোদি সরকার কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারে না। এই সরকারের আমলে সামাজিক পরিকাঠামো ভেঙে পড়েছে। সরকার তার কোনও প্রতিশ্রুতিই পূরণ করতে পারেনি। তাই ২০২৪ লোকসভা নির্বাচনের আগে বিভাজনের রাজনীতির আগুন উসকে দিতে অভিন্ন দেওয়ানি বিধির কথা বলছে মোদি সরকার।

আরও পড়ুন- জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ভুল করলে সিবিআই, একই ঘটনায় ছাত্র প্রতারণা করলে মকুব!

উল্লেখ্য, মঙ্গলবার মধ্যপ্রদেশের ভোপালে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সওয়ালের পরই দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক ও সমালোচনা। মঙ্গলবার রাতেই অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক বসে মুসলিম পার্সোনেল ল বোর্ড। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মুসলিম পার্সোনেল ল বোর্ড আইন কমিশনে তাদের মতামত জানাবে। সেখানে আইনজীবী এবং বিশেষজ্ঞদের মতামতও তুলে ধরবে। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেছেন, নির্বাচনকে সামনে রেখে বিভাজন তৈরি করতে অভিন্ন দেওয়ানি বিধির কথা বলছেন মোদি। দেশ ও পরিবার কখনওই এক নয়। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, প্রধানমন্ত্রী আগে কর্মসংস্থানের কথা বলুন। কীভাবে তিনি মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধি সামাল দেবেন সেকথা জানান। আম আদমি পার্টি অভিন্ন দেওয়ানি বৃদ্ধির পক্ষে কথা বললেও তারা জানিয়েছে, এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন। সকলের সঙ্গে কথা বলে বৃহত্তর ঐক্যের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত।

Latest article