সংবাদদাতা, হাওড়া : বুধ ও বৃহস্পতিবার দুদিনের বৃষ্টিতে জল জমল না হাওড়া শহরে। বর্ষা শুরুর আগে হাওড়া শহরের প্রতিটি নিকাশি নালা সংস্কার করা হয়েছিল। এছাড়াও সমস্ত নিকাশি পাম্পগুলিকে সারিয়ে কার্যকর করে তোলা হয়েছিল। হাইড্রান্টগুলি পরিষ্কার করা হয়েছিল। সেইসঙ্গে ছোট-বড় সমস্ত ড্রেনগুলি নিয়মিতভাবে সাফাই করা হয়েছিল যাতে বৃষ্টির জল দ্রুত নেমে যেতে পারে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া আবেদন জমা ৭০ হাজার
বর্ষাশুরুর বেশ কয়েক মাস আগে থেকে হাওড়া কর্পোরেশন যুদ্ধকালীন তৎপরতায় এই কাজে নেমেছিল। যার সুফল বর্ষার প্রথম বৃষ্টির দিনে পাওয়া গেল বলে পুর কর্তারা বলছেন। হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ‘বুধবার প্রায় সারাদিনরাত বৃষ্টি হয়েছে। শহরের নিচু এলাকায় প্রতিবার এমন বৃষ্টিতে জল দাঁড়িয়ে যেত। এবছর এই বৃষ্টিতে নিচু এলাকাতেও জল বেশিক্ষণ দাঁড়ায়নি। দ্রুত নেমে গেছে। সারা বর্ষাতেই যাতে এইরকম অবস্থা বজায় থাকে তার জন্য সমস্ত পদক্ষেপ নেওয়া আছে। আমাদের নিকাশি ও জঞ্জাল সাফাই দফতরের আধিকারিকরা সবসময় পরিস্থিতির ওপর নজর রাখছেন। আশা করছি এবছর হাওড়া পুর এলাকার বাসিন্দারা জলযন্ত্রণার হাত থেকে রেহাই পাবেন।’ পুরসভা এজন্য নতুন প্রযুক্তি কাজে লাগিয়েছে।