ক্যান্সার-আক্রান্তদের জন্য চুল দান করলেন হুগলির অনুষ্কা

সেকথা ভাবতে ভাবতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খোঁজ পান হেয়ার ডোনেশন অফ ওয়েস্ট বেঙ্গলের। সেই সংস্থার মাধ্যমেই চুলদান করেন অনুষ্কা

Must read

সুমন করাতি হুগলি: ক্যান্সার-আক্রান্তদের জন্য চুল দান করে নজির হুগলি জেলার মেয়ের। রক্তদান, বস্ত্রদান, অঙ্গদান এগুলো শোনা যায়। এর পাশাপাশি আরেক মানবিক উদ্যোগ শুরু হয়েছে। নিজের চুল দান, ক্যান্সার আক্রান্তদের জন্য। হুগলি জেলার হরিপাল থানার ইলিপুর গ্রামের মেয়ে অনুষ্কা মুখোপাধ্যায় তাঁর চুলদান করেছেন ক্যান্সার-আক্রান্তদের পাশে দাঁড়াতে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে মিউজিক নিয়ে পড়াশোনা করছেন অনুষ্কা। কিছু সামাজিক কাজ করতে চাইছিলেন।

আরও পড়ুন-নতুন প্রযুক্তি কাজে লাগিয়ে বৃষ্টির জল দ্রুত নামল হাওড়ায়

সেকথা ভাবতে ভাবতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খোঁজ পান হেয়ার ডোনেশন অফ ওয়েস্ট বেঙ্গলের। সেই সংস্থার মাধ্যমেই চুলদান করেন অনুষ্কা। অনুষ্কা বলেন, এই সংস্থা যে সমস্ত ক্যান্সার রোগীর কেমোথেরাপির কারণে চুল উঠে যায়, তাদের জন্য চুল সংগ্রহ করে তা দিয়ে পরচুল বানায়। সেটা রোগীদের দেওয়া হয় ব্যবহারের জন্য। অনুষ্কা আরও বলেন, বড় চুল রাখার শখ আমার আছে। কিন্তু হেয়ার ডোনেশনের কথা জানতে পেরে নিজের চুল দান করে সামান্য হলেও ক্যান্সার-আক্রান্তদের পাশে দাঁড়াতে পারছি ভেবে আনন্দ লাগে। তবে চুল দান করা অতটা সোজা ছিল না। পরিবারের বাধা ছিল। ১২ ইঞ্চি চুল দান করলেই হয়, অনুষ্কা ২০ ইঞ্চি দান করেছেন।

Latest article