গঙ্গাভাঙন রুখতে বসানো হল ম্যানগ্রোভ

নগরায়নের চাপে গঙ্গার পাড়ে গড়ে উঠছে একের পর এক আবাসন। গঙ্গার ভাঙন সেই আবাসনের কাছে চলে আসায় বিপদ হতে পারে।

Must read

সংবাদদাতা, হুগলি : ম্যানগ্রোভ বসিয়ে গঙ্গাভাঙন রুখতে উদ্যোগী হুগলির উত্তরপাড়ার আবাসন। উপস্থিত থেকে উদ্যোগকে স্বাগত জানালেন শ্রীরামপুরের মহকুমা শাসক ও উত্তরপাড়ার পুরপ্রধান। তাঁরা বলেন, ধীরে ধীরে জনবসতির কাছে চলে আসছে গঙ্গা। হুগলির উত্তরপাড়া থেকে গুপ্তিপাড়া, শহর থেকে গ্রাম বিস্তীর্ণ এলাকা রয়েছে গঙ্গানদীর পশ্চিম পাড়ে। বলাগড়ের ভাঙন সমস্যা দীর্ঘদিনের। উত্তরপাড়া, চন্দননগর, কোন্নগরের মতো শহরাঞ্চলেও গঙ্গার পাড় ভাঙছে।

আরও পড়ুন-ক্যান্সার-আক্রান্তদের জন্য চুল দান করলেন হুগলির অনুষ্কা

নগরায়নের চাপে গঙ্গার পাড়ে গড়ে উঠছে একের পর এক আবাসন। গঙ্গার ভাঙন সেই আবাসনের কাছে চলে আসায় বিপদ হতে পারে। উত্তরপাড়ার আবাসন যখন তৈরি হয় গঙ্গার অবস্থান ছিল বেশ কিছুটা দূরে। পাড় ভেঙে এখন কাছে আসতে শুরু করেছে। তাই গঙ্গাপাড়ের ভাঙন ঠেকাতে উদ্যোগ নিল উত্তরপাড়ার আবাসন। এর আগে চন্দননগর কলেজ থেকে ম্যানগ্রোভ লাগানো হয়েছিল গঙ্গার পাড়ে। উত্তরপাড়ার আবাসনের পক্ষ থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ ম্যানের সাহায্যে পাঁচ হাজার বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ বসানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী ও উত্তরপাড়ার চেয়ারম্যান দিলীপ যাদব।

আরও পড়ুন-নতুন প্রযুক্তি কাজে লাগিয়ে বৃষ্টির জল দ্রুত নামল হাওড়ায়

চেয়ারম্যান বলেন, এভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। গঙ্গাভাঙন রোধের পাশাপাশি পরিবেশ বাঁচবে এই উদ্যোগে। অন্যদিকে মহকুমা শাসক জানান, সত্যিই এই উদ্যোগ কুর্নিশযোগ্য। এর আগে এই ধরনের কাজের প্রস্তাব এলেও বাস্তবায়ন হয়নি। তিনি খুবই আনন্দিত উত্তরপাড়ার এই আবাসন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ বিষয়ে এগিয়ে এসে উদ্যোগ গ্রহণ করেছে।

Latest article