বিরোধী জোটের বৈঠক বেঙ্গালুরুতে

১৩-১৪ জুলাই

Must read

প্রতিবেদন : বিরোধী জোটের (opposition alliance 2024) পরবর্তী বৈঠক হবে দক্ষিণের রাজ্য কর্নাটকের বেঙ্গালুরুতে। এনসিপি নেতা শরদ পাওয়ার বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুণেতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, আগামী ১৩ এবং ১৪ জুলাই বেঙ্গালুরুতে হবে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক। বিহারের পাটনায় বিরোধী বৈঠকে শরদ পাওয়ার উপস্থিত ছিলেন তাঁর কন্যা সুপ্রিয়া সুলের সঙ্গে।
এদিন সাংবাদিকদের পাওয়ার জানান, পাটনায় বিরোধী বৈঠকের (opposition alliance 2024) পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অভিন্ন দেওয়ানি বিধি প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন সম্প্রদায়ের পরামর্শ এবং দাবিগুলি মূল্যায়ন করার পরেই এনসিপি তাদের অবস্থান স্পষ্ট করবে। তবে তার আগে, বিধানসভা এবং লোকসভায় মহিলাদের সংরক্ষণ করা উচিত, যা দীর্ঘদিনের অমীমাংসিত দাবি। এনসিপি প্রধান এদিন মণিপুর হিংসার নিন্দা করে বলেন, মণিপুর পুড়ছে, কিন্তু মোদি সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোনও পদক্ষেপ নিচ্ছে না।

আরও পড়ুন- পাহাড়কে অশান্ত করার চক্রান্ত বিজেপির

Latest article