পাহাড়কে অশান্ত করার চক্রান্ত বিজেপির

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : নিজেদের ব্যার্থতা ঢাকতেই ভুল বুঝিয়ে মিথ্যা অভিযোগের সাহায্য নিচ্ছে বিজেপি সাংসদ (BJP)। পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে কোনও অশান্তি ও গন্ডগোল হয়নি। পাহাড়ে কিছু দিন আগে জিটিএ নির্বাচন হয়েছে তখনো কোনও অশান্তি ও গন্ডগোল হয়নি। নির্বাচন মানেই পাহাড়ের মানুষের কাছে এখন উৎসব জানালেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মুখপাত্র এসপি শর্মা। বৃহস্পতিবার শিলিগুড়িতে বিজেপি সাংসদ রাজু বিস্তা পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দল গুলিকে নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে অভিযোগ জানায়। পাহাড় সহ উত্তরবঙ্গ জুড়ে অশান্তি হচ্ছে। এর পরেই পাহাড়ে ভারতীয় গোর্খা প্রজানতান্ত্রিক মোর্চার মুখপাত্র এসপি শর্মা সাংবাদিক সম্মেলন করে বলেন, বিজেপি নিজেদের ব্যার্থতা ঢাকতে অশান্তি আর গন্ডগোলের অভিযোগ করছে। আসলে বিজেপি পাহাড়ে ৮ রাজনৈতিক দলের সাথে জোট করেও ৬১টি আসনে প্রার্থী দিতে পারেনি। এটা তাদের ব্যার্থতা। এছাড়াও জোট এখন অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। তারা বুঝতে পেরেছে নির্বাচনে তারা হারছে। তাই অশান্তি আর গন্ডগোলের কথা বলে অশান্তি করার চেষ্টা করছে। এছাড়াও তাদের হারের ব্যাখ্যা তো দিতে হবে তাই এই সব করে হারের ব্যাখ্যা দেবে তারা। এছাড়াও এসপি শর্মা এদিন রাজ্যপালের বক্তব্যের বিষয়ে বলেন এটা দুর্ভাগ্যজনক। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মেয়র গৌতম দেব বলেন রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে বিজেপির স্বার্থরক্ষার্থে কাজ করছে। তিনি বলেন জগদীপ ধনকর এবং সিভি আনন্দ বোসের মধ্যে রাজ্যপাল হিসেবে কোন তফাৎ নেই। যেহেতু বাংলায় শিক্ষা সংস্কৃতি কৃষ্টি রয়েছে তাই বর্তমান রাজ্যপাল বুদ্ধিমত্তার সঙ্গে ছদ্মবেশে বিজেপির (BJP) স্বাস্থ্য রক্ষার্থে কাজ করে চলছে। মেয়র জানান- দার্জিলিঙে এতদিনে একটিও অশান্তি বা হিংসার ঘটনা ঘটেনি। পুরসভা নির্বাচনে তো দার্জিলিং পাহাড়ে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিল হামরো পার্টি কই তখন তো রাজ্য নির্বাচন কমিশনে পুরো প্রক্রিয়া সংঘটিত করেছিল। তিনি আরও বলেন রাজ্যপালের দায়িত্ব রাজ্যে নির্বাচিত সরকারের সংবিধান কে নিরাপত্তা দেওয়া তা না করে তিনি বিজেপির মুখপাত্র হিসেবে রাজ্যের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কাজ করে চলছেন।

আরও পড়ুন- ব্যক্তিস্বার্থে ব্যবহার রাজভবনকে, সীমা ছাড়াচ্ছেন রাজ্যপাল

Latest article