আজ ৩০ জুন হুল দিবস। রাজ্যে ১৬৯তম হুল দিবস পালিত হচ্ছে। ১৮৫৫ সালে ৩০ জুন সিধু ও কানুর নেতৃত্বে বাংলার মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায় সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়। ইংরেজদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র সঙ্ঘবদ্ধ আন্দোলন ছিল এটিই। এই আন্দোলনের মূল লক্ষ্যই ছিল ব্রিটিশ আমলে স্থানীয় মহাজন ও দাদন ব্যবসায়ীদের শোষণ-নিপীড়ন এবং ইংরেজদের অত্যাচারের হাত থেকে মুক্তি। ব্রিটিশ সিপাহীদের গুলিতে মৃত্যু হয় সিধুর। পরে কানুকে ফাঁসি দেওয়া হয়। সিধু-কানুকে স্মরন করতেই প্রতিবছর এই দিনে পালিত হয় হুল দিবস। আজকের দিনে তাঁদের শ্রদ্ধা নিবেদন করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee- Hul Diwas)।
সোশ্যাল মিডিয়ায় অভিষেক (Abhishek Banerjee- Hul Diwas) জানিয়েছেন, “আজ, হুল দিবসে, আমরা সিধু এবং কানু মুর্মুর আত্মার শান্তি কামনা করি। আমি স্যালুট জানাই যারা ব্রিটিশ আমলে স্থানীয় মহাজন ও দাদন ব্যবসায়ীদের শোষণ-নিপীড়ন এবং ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছেন।” তিনি সকলকে আহ্বান করে জানিয়েছেন, “সাঁওতাল বিদ্রোহ থেকে অনুপ্রেরণা নিয়ে, আসুন এমন একটি সমাজের জন্য কাজ করার অঙ্গীকার করি যা সকল প্রকার বৈষম্য মুক্ত।”
আরও পড়ুন: মুখ্যসচিব পদে দ্বিবেদীর মেয়াদ বাড়ল ৬ মাস