হুল দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Must read

১৮৫৫ সালের ৩০ জুন বাংলা ও বিহারে কয়েকটি জেলায় জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোসন শুরু করে সাঁওতালরা। যা ইতিহাসে সাঁওতাল বিদ্রোহ বা সান্তাল হুল নামেই পরিচিত। প্রতি বছর এই দিনটিকে হুল দিবস হিসেবে পালন করা হয়। শুক্রবার দিনটিকে স্মরণ করে টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Hul Diwas- Mamata Banerjee) বলেন, হুল দিবসে আজ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি দেশের স্বাধীনতা সংগ্রামের বীর শহিদ সিধু ও কানু মুর্মুকে। এই দিনেই সাঁওতালরা ব্রিটিশ ও জমিদারদের শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তাঁদের সেই লড়াইয়ের কথা আজও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁদের সেই লড়াই স্বাধীনতা ও সাম্যের প্রতি আমাদের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেয়।

আরও পড়ুন: হুল দিবসে সিধু-কানুর লড়াই স্মরণ করে শ্রদ্ধা অভিষেকের

Latest article