লন্ডন, ১ জুলাই : লর্ডসেও ডুবতে বসেছে ম্যাকালামের সাধের বাজবল। টেস্টের চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড স্টার্ক ও কামিন্সের ধাক্কায় ১১৪/৪। শেষদিনে চাই ২৫৭ রান। নাহলে সারাদিন কাটাতে হবে ৬ উইকেট নিয়ে। দুটোই কঠিন। অন্তত এই পরিস্থিতিতে একটা দলকেই জয়ের দাবিদার মনে হচ্ছে। আর সেটা হল অস্ট্রেলিয়া।
আরও পড়ুন-SAFF Championship: ফাইনালে ভারত
অস্ট্রেলিয়া যখন ২৭৯ রানে দ্বিতীয় ইনিংস শেষ করল, তার আগের ক’টা ওভার ছিল গোটা লর্ডসকে টেনশনে ফেলে দেওয়ার মতো। মিচেল স্টার্ক (১৫ নট আউট) একটার পর একটা ওভার কাটিয়ে যাচ্ছেন। আর উল্টোদিকে খুঁড়িয়ে, প্রায় হামাগুড়ি দিয়ে তাঁকে সঙ্গ দিচ্ছেন নাথান লিয়ন (৪)। এভাবে ৯টা বল কাটিয়ে দেওয়ার পর প্রথম বাউন্ডারি ব্রডের বলে। যন্ত্রণায় ভেঙে পড়েছেন। দাঁড়িয়ে আকশি দিয়ে ফুল পাড়ার মতো শট খেলছেন। শেষমেশ যখন ব্রডের বলে স্টোকসের হাতে ধরা পড়লেন, অস্ট্রেলিয়ার ইনিংস শেষ ২৭৯ রানে।
আরও পড়ুন-২৪শের পর তেরা কেয়া হোগা…
নিশ্চিতভাবে লিয়ন এই সিরিজে আর খেলবেন না। কিন্তু দলের জন্য তাঁর এই লড়াই ইতিহাস মনে রাখবে। তিনি যখন মাঠে নামেন এবং আউট হয়ে মাঠ ছাড়লেন, হাততালিতে ভরে গেল লর্ডস। তাঁর আউটে ৩৭০ রানের লিড হয়েছিল অস্ট্রেলিয়ার। যেটা প্যাট কামিন্সকে আশ্বস্ত করার পক্ষে যথেষ্ট। আগেরদিন ১৩০/২ ছিল অস্ট্রেলিয়ার। সকালে খেলা শুরুর সময় তাদের লিড ছিল ২২১ রানের। এই রানকে অনেক দূরে নিয়ে যেতে পারেনি অজিরা। কিন্তু যে লিড হল, সেটাও অনেক। খোয়াজা
আরও পড়ুন-তিস্তার জামিন মঞ্জুর
এদিন ৫৮ রান নিয়ে খেলা শুরু করে করেছেন ৭৭ রান। স্টিভ স্মিথের ব্যাট থেকে এসেছে ৩৪ রান। আর কেউ এদিন তেমন বড় রান পাননি। ইংল্যান্ড বোলারদের মধ্যে স্টুয়ার্ট ব্রড ৪টি উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট টঙ্গি ও রবিনসনের। দিনের শেষে স্টোকস (২৯) ও ডাকেট (৫০ ) নট আউট রয়েছেন। জুটিতে উঠেছে ৬৯ রান। দ্বিতীয়জনের ক্যাচ নিয়ে বিতর্ক হচ্ছে। কিন্তু শেষদিনে লড়াই বাকি তাঁদের।