SAFF Championship: ফাইনালে ভারত

Must read

শনিবার সাফ কাপের সেমিফাইনালে টাইব্রেকারে লেবাননকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে ভারত (SAFF- India-Lebanon)। চোখে পড়ার মতো পারফরম্যান্স গুরপ্রীত সিং সান্ধু। টাইব্রেকারে তাঁর দুরন্ত হাতই ভারতকে পৌঁছে দিল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। সাফ কাপের ফাইনালে ভারতের মুখোমুখি কুয়েত। ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে লেবানন। লেবাননের পরপর আক্রমণ আটকাতে গিয়ে ভারতের মেহতাব সিং হলুদ কার্ড দেখেন। পাল্টা আক্রমণ চালায় ভারতীয় দল। ম‍্যাচের ২০ মিনিটে ভারত ইতিবাচক আক্রমণ করলেও, সহজ সুযোখ নষ্ট করেন প্রীতম কোটাল। এরপর বেশকিছু গোলমুখি আক্রমণ করে ভারতীয় দল (SAFF- India-Lebanon)। তবে প্রথমার্ধে কোন দলই গোলের মুখ খুলতে পারেনি। যার ফলে ম‍্যাচের প্রথমার্ধ থাকে গোলশূন‍্য।

আরও পড়ুন- লুসানেও ডায়মন্ড লিগ নীরজেরই

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি-আক্রমনের লড়াই। লেবানন বিল্ডআপ ফুটবল পরিকল্পনায় খেলা শুরু করে। এর জবাবে প্রতিআক্রমণের রাস্তা বেছে নেয় সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। তবে আক্রমণে গেলেও নির্ধারিত সময় পযর্ন্ত কোনও দল গোল করতে না পারায়, ম‍্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে ফলাফল না আসায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় ভারতীয় দল। টাইব্রেকারে দুরন্ত পারফরম্যান্স গুরপ্রীতের।

Latest article