রিতিশা সরকার, শিলিগুড়ি: পাহাড়ে প্রচার শুরু করতেই মুখ থুবড়ে পড়ল বিজেপি। বিজেপি প্রার্থীদের প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ রাজু বিস্তা। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার শুরু করেন সাংসদ। প্রচারের প্রথম দিনেই শুকিয়াপুকুরি থানার পক্ষরে বং এলাকায় প্রচারে যান বিজেপি সাংসদ ও দার্জিলিঙের বিধায়ক নীরাজ জিম্বা। পক্ষরে বং বাজার দিয়ে যখন সংসদের গাড়ির কনভয় যাচ্ছিল সেই সময় প্রচুর মানুষ দাঁড়িয়ে ছিল।
আরও পড়ুন-এল নিনোর প্রভাবে বাড়বে ভাইরাসঘটিত রোগ
সাধারণ মানুষকে দেখে বিজেপি সাংসদ হাত নাড়তেই বিক্ষোভ শুরু হয়। সাধারণ মানুষ বিজেপি সাংসদের গাড়ি আটকে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। নিরাজ জিম্বা গাড়ি থেকে নেমে সাধারণ মানুষকে বোঝাতে গেলে তাঁকেও বিক্ষোভ দেখায়। মূলত ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার কেন দিচ্ছে না তা নিয়েই বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি সাংসদকে। যদিও বিজেপি সাংসদ স্থানীয় নাগেরি পুলিশ ফাঁড়িতে বিজিপিএমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁকে নাকি অনিত থাপার নির্দেশে বিজিপিএম কর্মীরা হেনস্তা করেছে।
আরও পড়ুন-চিকিৎসক বিধানচন্দ্র
যদিও এই বিষয়ে, বিজিপিএমের মুখপাত্র এস পি শর্মা বলেন, ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করায় বহু মানুষ বেকার হয়ে গিয়েছে। আবাস প্রকল্পে টাকা না দেওয়ায় মানুষ মাথা গোঁজার ঠাঁইও পাচ্ছেন না। সাধারণ মানুষ খুব ভালভাবে জানে বিজেপি সাংসদদের নির্দেশেই কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ রেখেছে। তাই সাংসদকে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে।