সংবাদদাতা, আলিপুরদুয়ার : আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের প্রচারে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন, দেশের তিন সেনাবাহিনীর সর্বাধিনায়িকা রাষ্ট্রপতির ছবি ব্যবহারের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। নতুন সংসদ ভবন উদ্বোধনে দেশের রাষ্ট্রপতিকে নিমন্ত্রণ জানায়নি কেন্দ্র সরকার।
আরও পড়ুন-পাহাড়ে বিজেপিকে ঘিরে বিক্ষোভ
কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির এই কাজের জন্য সাধারণ মানুষ বহু সমালোচনা করেছে সে সময়। এই ঘটনায় সাধারণ মানুষ যথেষ্টই ক্ষুব্ধ হয়েছেন। দেশের সাধারণ মানুষ মনে করছেন, দেশের সাংবিধানিক প্রধানকে এই ঘটনার মাধ্যমে অপমান করা হয়েছে। যাতে বিজেপির মুখ পুড়েছে অনেকটাই। কিন্তু সেই বিজেপিই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে রাষ্ট্রপতির ছবি ব্যবহার করে ভোট বৈতরণী পার হতে চাইছে আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা-বাগানে বিজেপির পঞ্চায়েত প্রার্থী সাবিনা কুজুর তাঁর ভোট প্রচারের ফেস্টুনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ছবি ব্যবহার করেছেন। এতে তীব্র আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি বীরেন্দ্র ওরাওঁ অভিযোগ করেন, বিজেপি রাষ্ট্রপতির ছবি ব্যবহার করছে প্রচারে। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাব।