ধসের জেরে বন্ধ হয়ে গেল বদ্রীনাথ জাতীয় সড়ক

উত্তরাখণ্ডে আবার ভারী বৃষ্টির ফলেই নামল ধস। বদ্রীনাথ যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল। এই সপ্তাহেই ভূমিধসের ফলে জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছিল

Must read

পাহাড়ে হচ্ছে একের পর এক ধস (landslide)। এবার ধসের জেরে বন্ধ হয়ে গেল বদ্রীনাথ জাতীয় সড়ক (Badrinath national highway)। উত্তরাখণ্ডে আবার ভারী বৃষ্টির ফলেই নামল ধস। বদ্রীনাথ যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল। এই সপ্তাহেই ভূমিধসের ফলে জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছিল। শুক্রবার সকালেই সেই রাস্তা পরিষ্কার করে উপযুক্ত করা হয়। এরপরই শনিবার আবার ধসের ফলে বন্ধ হয়ে গেল জাতীয় সড়ক। এর ফলে খুব স্বাভাবিকভাবেই প্রচুর পর্যটক আটকে পড়েছেন। গত বৃহস্পতিবার উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির জেরে ভূমিধস ও হড়পা বান নামে। বন্ধ হয়ে যায় বদ্রীনাথ জাতীয় সড়ক। কমপক্ষে ১০০ মিটার দীর্ঘ রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল।

আরও পড়ুন-রাষ্ট্রপতির ছবি ব্যবহার করে ভোট প্রার্থনা বিজেপির

শনিবার উত্তরাখণ্ডের চামোলি জেলায় ছিনকা অঞ্চলে বদ্রীনাথ হাইওয়ে-৭ বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের তরফে এই মর্মে জানানো হয়েছে, জাতীয় সড়কের বেশ কিছু জায়গায় ধস নেমেছে। বহু পুণ্যার্থী ও পর্যটক আটকে পড়েছেন। যদিও এর মধ্যে অধিকাংশ যাত্রীই বদ্রীনাথ থেকে ফিরছিলেন বলে খবর।

আরও পড়ুন-পাহাড়ে বিজেপিকে ঘিরে বিক্ষোভ

জানা গিয়েছে, ন্য়াশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ইতিমধ্যেই রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করে দিয়েছে। রাস্তায় পড়ে থাকা পাথর সরানো হচ্ছে।

Latest article