বন্দে ভারত (Vande Bharat) লক্ষ্য করে এবার পাথর ছোড়া হয়েছে কর্ণাটকে (Karnataka)। এই পাথর ছোড়ার ঘটনা ঘটে ধারওয়াড় থেকে দেবাঙ্গিরির মধ্যে কোনও এক জায়গায়। জানলার কাচ ভেঙে গিয়েছে। রেল সূত্রে জানানো হয়েছিল, বন্দে ভারতের এক একটা জানলার কাচের দাম প্রায় এক লাখ টাকা।
আরও পড়ুন-১২ ঘণ্টা অপেক্ষা, ভর্তি নেওয়া হয়নি, সরকারি হাসপাতালের বাইরে প্রসব করলেন যুবতী
গত ২৮ জুন প্রধানমন্ত্রী ধারওয়াড়-বেঙ্গালুরু বন্দে ভারতের উদ্বোধন করেন। দু’দিনের মাথায় এই ঘটনা। যদিও পাথর ছোড়ার ঘটনায় কোনও যাত্রী আহত হননি। এদিকে হামলাকারীদের চিহ্নিত করতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। শনিবার কর্ণাটকের ধারওয়াড় থেকে বেঙ্গালুরু যাচ্ছিল বন্দে ভারত। তখন ট্রেনে হামলা চালানো হয়। বন্দে ভারত এক্সপ্রেসটি ধারওয়াড় স্টেশন ছেড়ে দেবাঙ্গিরি স্টেশনের দিকে যায়। বিকেল সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে ট্রেনটি দেবাঙ্গিরি স্টেশনের কাছকাছি যায় এবং সেই সময় পাথর ছোড়ার ঘটনা ঘটে।
আরও পড়ুন-আবারও পঞ্চায়েতের প্রচারে নেত্রী, তবে করবেন ভার্চুয়ালি প্রচার সভা
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সি৪ কামরার জানলার কাচ ভেঙে যায়। বন্দে ভারতের কামরার বাইরের দিকে লাগানো সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে হামলার স্থান, কাল, পাত্রর খোঁজ চালাচ্ছে রেল সুরক্ষা বাহিনী।