১২ ঘণ্টা অপেক্ষা, ভর্তি নেওয়া হয়নি, সরকারি হাসপাতালের বাইরে প্রসব করলেন যুবতী

পরিবারের তরফে বলা হয়, লেবার রুমের বাইরেই সন্তানের জন্ম দেন মহিলা। হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।

Must read

প্রসব যন্ত্রণায় ছটফট করলেও হাসপাতালের লেবার রুমে (Labour room) ঢুকতে দেওয়া হল না ওই মহিলাকে। লেবার রুমের বাইরে সন্তানের জন্ম দিলেন প্রসূতি। গুরুগ্রামের (Gurugram) একটি সরকারি হাসপাতালে অমানবিক এই দৃশ্য ধরা পড়ল সন্তান জন্মানোর পর তাকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ভূমিকা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠেছে। আপাতত সদ্যোজাত এবং প্রসূতি দুজনেই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-আবারও পঞ্চায়েতের প্রচারে নেত্রী, তবে করবেন ভার্চুয়ালি প্রচার সভা

শান্তি নরেন্দর নাম ২৫ বছরের ওই যুবতী প্রসব যন্ত্রণা নিয়ে শুক্রবার রাত ৯ টা ৩০ মিনিট নাগাদগুরুগ্রামের সিভিল হাসপাতালে যান। হাসপাতাল কর্তৃপক্ষ ওই প্রসূতিকে করতে চায়নি। পরিবারের তরফে বলা হয়, লেবার রুমের বাইরেই সন্তানের জন্ম দেন মহিলা। হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।

আরও পড়ুন-১৬ বছরের এক কিশোরীকে গণধর্ষণ, কাঠগড়ায় দিল্লি

প্রসূতি এই বিষয়ে মুখ খোলেন আর জানান, ‘আমি হাসপাতালে গিয়েছিলাম। তাঁরা আমায় সেখানে অপেক্ষা করতে বলেছিল। আল্ট্রাসাউন্ড স্ক্যান করাতে বলেছিলেন। আমি সেটা করি। এরপর প্রসব যন্ত্রণা বাড়লে আমার আত্মীয়রা এবং আমি নিজে লেবার রুমে গিয়েছিলাম। কিন্তু তাঁরা আমায় ঢুকতে দেয়নি।’

Latest article