পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে শেষ সপ্তাহ তাই প্রচার অভিযান তুঙ্গে। আজ রবিবার মালদহের সুজাপুরে (Malda Sujapur) হাইভোল্টেজ প্রচার করতে গিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন তিনি মঞ্চ থেকে জানালেন, ৮ জুলাই পঞ্চায়েত ভোট, ১১ তারিখ ফলপ্রকাশ আর ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবসেই (Shahid Diwas) বিজয় সমাবেশ হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন জয় নিশ্চিত।
আরও পড়ুন-মানুষকে সঙ্গে নিয়ে হাঁটলেন সেচমন্ত্রী পার্থ
‘বাংলায় বাম-বিজেপি-কংগ্রেসের জোট, বোঝাপড়া করে প্রার্থী দিয়েছে’, এদিন বিরোধীদের নিশানা করেন অভিষেক। আজ দুপুরে সুজাপুর থেকে কংগ্রেস–বিজেপিকে এক আসনে দাঁড় করিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অধীর চৌধুরী এখন অমিত শাহের পুলিশ নিয়ে চলে। দিদির পুলিশের উপর ভরসা নেই। দাদার পুলিশের উপর ভরসা আছে। উনি তো তথাকথিত রবিনহুড নেতা। অধীর চৌধুরীকে একটা সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরোধিতা করতে দেখেছেন? রান্নার গ্যাসের দাম নিয়ে কিছু বলতে শুনেছেন?’
আরও পড়ুন-আবারও পঞ্চায়েতের প্রচারে নেত্রী, তবে করবেন ভার্চুয়ালি প্রচার সভা
অধীর চৌধুরীকে নিশানা করে অভিষেক আরও বলেন, ‘রাহুল গান্ধী পাটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে বলছেন একসঙ্গে লড়াই করবেন। আর বাংলার দুই কংগ্রেস সাংসদ বরাবর মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে যাচ্ছেন। দু’জন কংগ্রেসের সাংসদ রয়েছে। একদিনের জন্য অধীর চৌধুরী, আবু হাসেম খান চৌধুরীরা বিজেপির বিরুদ্ধে বৈঠক করেননি। আর এখানে রোজ মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করছেন। সিপিএমের মহম্মদ সেলিম, বিমান বসুরা কখনও বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন? বিজেপিকে দেখেছেন কখনও অধীর চৌধুরীর বিরুদ্ধে কথা বলতে। আসলে বিজেপির সবথেকে বড় এজেন্ট অধীর চৌধুরী।’