‘বাংলার গ্যারান্টার কে?‌ দিদি না মোদী’ বিরোধী দলনেতাকে নিশানা অভিষেকের

আজ, রবিবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে কংগ্রেস–বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

শিয়রে পঞ্চায়েত নির্বাচন (Panchayat election)। আর রবিবার নেই প্রচারের জন্য। আজ, রবিবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে কংগ্রেস–বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ প্রচার অভিযানে মালদা জেলার সুজাপুর থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে নিশানা করলেন অভিষেক। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলছে অধীর চৌধুরী বলে তার অভিযোগ। মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীকেও এদিন নিশানা করে ডায়মন্ডহারবারের সাংসদ।

আরও পড়ুন-‘২১ জুলাই কলকাতায় বিজয় সমাবেশ’ সুজাপুরে প্রচারে ঘোষণা অভিষেকের

এদিন তিনি বলেন, ‘‘‌অধীর চৌধুরী এখন অমিত শাহের পুলিশ নিয়ে চলে। দিদির পুলিশের উপর ভরসা নেই। দাদার পুলিশের উপর ভরসা আছে। উনি তো তথাকথিত রবিনহুড নেতা। অধীর চৌধুরীকে একটা সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরোধিতা করতে দেখেছেন?‌ মোদী–শাহকে আক্রমণ করেছেন। রান্নার গ্যাসের দাম নিয়ে কিছু বলতে শুনেছেন?‌’‌

আরও পড়ুন-মানুষকে সঙ্গে নিয়ে হাঁটলেন সেচমন্ত্রী পার্থ

এদিন বিরোধী দলনেতা শুভেন্দুকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখেছেন। কোনও ব্যবস্থা নিয়েছে?‌ কোনও শাস্তি হয়েছে?‌ কালো টাকা ধরে ১৫ লাখ টাকা দেবেন, কৃষকদের আয় তিন গুণ করে দেবেন, দু’‌কোটি বেকারের চাকরি হবে—একটাও হয়েছে?‌ হয়নি। তাহলে এই গ্যারান্টারকে কি বিশ্বাস করা যায়?‌ উল্টোদিকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জিতে এসে মহিলাদের জীবন সুরক্ষিত করবেন। তিনি কথা রেখেছেন। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, ঐক্যশ্রী স্কলারশিপ সব দিয়েছে। এমনকী কন্যাশ্রী থেকে বিনা পয়সায় রেশন দিয়েছে। তাহলে বলুন বাংলার গ্যারান্টার কে?‌ দিদি না মোদী?‌’‌

Latest article