শনিবার গাইঘাটায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জনসভায় গরমে এক বৃদ্ধের মৃত্যু হয়। এবার এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হল বনগাঁ থানায় (Bangaon police station)। মৃতের পরিবারের তরফে গাফিলতি ও অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয়েছে৷ মৃত হারাধন বিশ্বাসের মেয়ে কৃষ্ণা চৌধুরী এই অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন-‘বাংলার গ্যারান্টার কে? দিদি না মোদী’ বিরোধী দলনেতাকে নিশানা অভিষেকের
এদিন তিনি বলেন, ‘আদতে তৃণমূল সমর্থক প্রায় আশি বছরের বৃদ্ধ হারাধন বিশ্বাসকে এক রকম জোর করেই ওই সভায় নিয়ে যায় বিজেপি কর্মীরা। কিন্তু প্রচণ্ড গরমে সভাস্থলে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ। ওই অবস্থায় সভাস্থলে বেশ কিছুক্ষণ পড়ে থাকেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া তো দূর, আয়োজকদের কেউ তাঁর দিকে ঘূরেও তাকায়নি। সভার কর্মকর্তা ও বিজেপি কর্মীদের গাফিলতিতেই তার বাবার মৃত্যু হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা সব শোনার পর মৃতের পরিবারের সঙ্গে দেখা পর্যন্ত করেননি। সমবেদনাও জানাননি।’
আরও পড়ুন-‘২১ জুলাই কলকাতায় বিজয় সমাবেশ’ সুজাপুরে প্রচারে ঘোষণা অভিষেকের
বনগাঁ পুলিশ জেলার এসপি জয়ীতা বোস এই মর্মে জানান, ৩০৪ ও ৩৪ ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে। প্রসঙ্গত হারাধনবাবু শুভেন্দুর সভায় যাওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারটির পাশে রয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের প্রতিনিধি দল মৃতের বাড়িতেও গিয়েছে বলে জানা গিয়েছে।