‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-BREAKING অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই বাগমুন্ডি থেকে উদ্ধার তলোয়ার
মেঘ
চলেছি আমরা মেঘের মাঝারে
মেঘ ছুইছুই করে
মেঘ পেরিয়ে, পাহাড় মেঘের
সীমানাটুকু জুড়ে!
মেঘ-আয়নার মেঘ-ময়না
মেঘ-সুন্দরীর পোশাক
মেঘ-বৈচিত্র্যের মেঘ-হিমালয়ে
প্রকৃতির কোলে লাদাখ।
সান্দাকফু থেকে লামাহাটা
সর্বত্রই গন্তব্য তার
তাকদা থেকে ডেলোর মেঘে
বৈচিত্র্যের কত বাহার!
মেঘের নাম মেঘমল্লার
আকাশে তার বাড়ি
মাঝে মাঝেই ধেয়ে আসে সে
চন্দ্র-সূর্যর সাথে তখন আড়ি।