সাইবার প্রতারণা রুখতে চব্বিশ ঘণ্টা হেল্পলাইন

লিখিত অভিযোগ বা এফআইআর দায়ের হলে তদন্তে নামে পুলিশ। অ্যাপ ডাউনলোডের মধ্যেও অনেক সময় লুকিয়ে থাকে প্রতারণার ফাঁদ

Must read

সৌম্য সিংহ: নানারকম সাইবার অপরাধ, বিশেষ করে সাইবার প্রতারণা থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করা হল বিধাননগর কমিশনারেট এলাকায়। ৯০৩৮৩৩৩৪৪৪ নম্বরে ফোন করলেই মিলবে দ্রুত সাহায্য। সল্টলেক, নিউটাউন, রাজারহাট, লেকটাউন, বাগুইআটি এবং দমদমের একাংশের বাসিন্দারা কোনওভাবে সাইবার প্রতারণার শিকার হলে সঙ্গে সঙ্গে জানাতে পারবেন এই নম্বরে। শুধু সাইবার অপরাধ ঘটলেই নয়, কোনও বিষয়ে সংশয় হলে বা কোনও সন্দেহজনক ফোন বা লিঙ্ক এলে পুলিশের সাইবার বিশেষজ্ঞদের পরামর্শও মিলবে এই নম্বরে।

আরও পড়ুন-BREAKING অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাভার আগেই বাগমুন্ডি থেকে উদ্ধার তলোয়ার

এই নম্বর থেকেই আসবে পুলিশের সতর্কবার্তা। সাইবার ক্রাইম বিষয়ে সচেতন করা হবে পুলিশের পক্ষ থেকে। সল্টলেক সাইবার ক্রাইম থানায় একদল প্রশিক্ষিত পুলিশকর্মী কন্ট্রোল রুমে বসে দক্ষতার সঙ্গে সামাল দিচ্ছেন গোটা বিষয়টা। শুধু বিধাননগর কমিশনারেট এলাকা নয়, অন্যান্য পুলিশ ডিস্ট্রিক্ট থেকেও এই হেল্পলাইনে ফোন এলে বাড়িয়ে দেওয়া হচ্ছে সহযোগিতার হাত, দেওয়া হচ্ছে সঠিক গাইডলাইন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্ক জালিয়াতি, নেট ব্যাঙ্কিং প্রতারণা, সন্দেহজনক ফোন-কল, অস্বাভাবিক লিঙ্ক সংক্রান্ত নানারকম অভিযোগ আসে বিভিন্ন জায়গা থেকে। সামান্য ভুলেই সর্বস্বান্ত হওয়ার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন-শুভেন্দুর সভায় বৃদ্ধের মৃত্যু নিয়ে অভিযোগ দায়ের হল বনগাঁ থানায়

লিখিত অভিযোগ বা এফআইআর দায়ের হলে তদন্তে নামে পুলিশ। অ্যাপ ডাউনলোডের মধ্যেও অনেক সময় লুকিয়ে থাকে প্রতারণার ফাঁদ। অনেকক্ষেত্রে ভুয়ো ওয়েবসাইটের ফাঁদে পা দিয়েও মানুষ বিপদে পড়ে যায়। নেট-শপিংয়ের ক্ষেত্রেও বহু অভিযোগ আসে। সবচেয়ে দুশ্চিন্তার বিষয়, ভুয়ো কলসেন্টারগুলি। সল্টলেক-নিউটাউন এলাকায় অভিযান চালিয়ে ইতিমধ্যেই অনেক ভুয়ো কলসেন্টার চিহ্নিত করে মূল পান্ডাদের গ্রেফতার করেছে পুলিশ। এবার বাসিন্দাদের সুরক্ষার জন্য বিশেষ পদক্ষেপ করল বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখা।

Latest article