প্রতিবেদন : আবারও পঞ্চায়েতের প্রচারে নামছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার সরাসরি নয়। সোমবার বীরভূমের খয়রাশোলের সভায় কলকাতা থেকেই মোবাইলে বক্তব্য রাখবেন দলনেত্রী। এই সভায় উপস্থিত থাকার জন্য মন্ত্রী ফিরহাদ হাকিমকে পাঠিয়েছেন নেত্রী। সোমবার বেলা ৩টেয় সভা শুরু হবে।
আরও পড়ুন-BREAKING অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই বাগমুন্ডি থেকে উদ্ধার তলোয়ার
জলপাইগুড়িতে প্রচার সেরে বাগডোগরা ফেরার পথে দুর্যোগে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। পাইলটের বুদ্ধিমত্তায় কোনওক্রমে প্রাণে বেঁচে যান তিনি। শুকনার কাছে সেনা বেসক্যাম্পে এমার্জেন্সি ল্যান্ডিং করাতে হয়। সেখানেই কপ্টার থেকে নামতে গিয়ে পায়ে ও হিপ জয়েন্টে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই চলছে চিকিৎসা। এসএসকেএম থেকে বাড়ি ফেরার পর আর বেরোতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে জেলাতেও যাওয়া সম্ভব হচ্ছে না। তাই নেত্রী ঠিক করেছেন, খয়রাশোলে মোবাইলেই প্রার্থীদের জন্য বক্তব্য রাখবেন।