স্বামী বিবেকানন্দের প্রয়াণদিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধাজ্ঞাপন

৪ঠা জুলাই গোটা দেশজুড়ে আজ পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দর প্রয়াণ দিবস। ১৯০২ সালে ৩৯ বছর বয়সে দেহত্যাগ করেছিলেন স্বামীজি

Must read

হিন্দুধর্মের নবজাগরণ স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) হাত ধরে। তিনি ছিলেন যুব সমাজের প্রতীক। কেবলমাত্র বেদ বেদান্তের চর্চা নয়, তাঁর তেজ, সাহস ও দেশাত্মবোধ এই যুগেও মানুষের অনুপ্রেরণা। সকল রকমের বাঁধন ত্যাগ করে পাশ্চাত্য দেশগুলিতে সনাতন ধর্মের মহত্ম ও ঔদার্য তুলে ধরেছিলেন তিনি।

আরও পড়ুন-৪ তলা বিল্ডিংয়ে আগুন, ৪০ কোটির সামগ্রী পুড়ে ছাই, মৃত ৪

৪ঠা জুলাই গোটা দেশজুড়ে আজ পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দর প্রয়াণ দিবস। ১৯০২ সালে ৩৯ বছর বয়সে দেহত্যাগ করেছিলেন স্বামীজি। রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেছিলেন তিনি। তাঁর অমূল্য বাণী আজও বহু মানুষের সাহস ও অনুপ্রেরণা ।

আরও পড়ুন-কলকাতায় এসি মার্কেটে কাপড়ের দোকানে ভয়াবহ আগুন

আজ স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে টুইটবার্তায় শ্রদ্ধাজ্ঞাপন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি লেখেন, ‘স্বামী বিবেকানন্দের শিক্ষা সময় ও সীমানা অতিক্রম করে। তাঁর আশার আশ্রয়দাতা এবং পরিবর্তনের ভিত্তি, সাম্য ও ন্যায়বিচারের নীতির উপর নির্মিত একটি শক্তিশালী এবং অখন্ড ভারতের দৃষ্টিভঙ্গি আমাদের পথপ্রদর্শক। আজ, তাঁর মৃত্যুবার্ষিকীর এই গৌরবময় উপলক্ষ্যে, আসুন আমরা তাঁর সার্বজনীন ভ্রাতৃত্বের দর্শনকে আলিঙ্গন করি এবং একটি প্রগতিশীল ও সম্প্রীতিশীল জাতির জন্য কাজ করে তাঁর স্বপ্ন পূরণে সচেষ্ট হই।’

 

Latest article