হিন্দুধর্মের নবজাগরণ স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) হাত ধরে। তিনি ছিলেন যুব সমাজের প্রতীক। কেবলমাত্র বেদ বেদান্তের চর্চা নয়, তাঁর তেজ, সাহস ও দেশাত্মবোধ এই যুগেও মানুষের অনুপ্রেরণা। সকল রকমের বাঁধন ত্যাগ করে পাশ্চাত্য দেশগুলিতে সনাতন ধর্মের মহত্ম ও ঔদার্য তুলে ধরেছিলেন তিনি।
আরও পড়ুন-৪ তলা বিল্ডিংয়ে আগুন, ৪০ কোটির সামগ্রী পুড়ে ছাই, মৃত ৪
৪ঠা জুলাই গোটা দেশজুড়ে আজ পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দর প্রয়াণ দিবস। ১৯০২ সালে ৩৯ বছর বয়সে দেহত্যাগ করেছিলেন স্বামীজি। রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেছিলেন তিনি। তাঁর অমূল্য বাণী আজও বহু মানুষের সাহস ও অনুপ্রেরণা ।
আরও পড়ুন-কলকাতায় এসি মার্কেটে কাপড়ের দোকানে ভয়াবহ আগুন
আজ স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে টুইটবার্তায় শ্রদ্ধাজ্ঞাপন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি লেখেন, ‘স্বামী বিবেকানন্দের শিক্ষা সময় ও সীমানা অতিক্রম করে। তাঁর আশার আশ্রয়দাতা এবং পরিবর্তনের ভিত্তি, সাম্য ও ন্যায়বিচারের নীতির উপর নির্মিত একটি শক্তিশালী এবং অখন্ড ভারতের দৃষ্টিভঙ্গি আমাদের পথপ্রদর্শক। আজ, তাঁর মৃত্যুবার্ষিকীর এই গৌরবময় উপলক্ষ্যে, আসুন আমরা তাঁর সার্বজনীন ভ্রাতৃত্বের দর্শনকে আলিঙ্গন করি এবং একটি প্রগতিশীল ও সম্প্রীতিশীল জাতির জন্য কাজ করে তাঁর স্বপ্ন পূরণে সচেষ্ট হই।’
Swami Vivekananda’s teachings transcend time and boundaries.
The harbinger of hope and the fulcrum of change, his vision of a strong and united India, built on the principles of equality and justice, remains our guiding light.
Today, on this solemn occassion of his death…
— Mamata Banerjee (@MamataOfficial) July 4, 2023