নাকে চোট শাহরুখ খানের, আমেরিকায় অস্ত্রোপচার

২০১৩ সালে চেন্নাই এক্সপ্রেসের শুটিং শেষে তাঁর অষ্টম অপারেশন হয়। ২০০৯ সালে বাম কাঁধের লিগামেন্ট ছিঁড়ে গিয়ে শাহরুখকে অপারেশন করতে হয়েছিল

Must read

মঙ্গলবার দুপুরে জানা গেল লস অ্যাঞ্জেলেসে (Los Angeles) একটি প্রোজেক্টের সেটে শাহরুখ খান (Shahrukh Khan) দুর্ঘটনার শিকার হয়েছেন । যুক্তরাষ্ট্রেই (USA) অস্ত্রোপচার করা হয়েছে তার। আপাতত তাঁর নাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গিয়েছে। শাহরুখ খান এখন ভারতে ফিরে এসেছেন এবং ‘বাড়িতে সুস্থ’ হচ্ছেন। সূত্রের খবর এসআরকে লস অ্যাঞ্জেলেসে একটি প্রোজেক্টের জন্য শুটিং করছিলেন এবং তিনি সেখানেই নাকে চোট পান। তাঁর রক্তক্ষরণ শুরু হয় এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন-লোরেটোকে ইংরেজি মাধ্যমের পড়ুয়া ছাড়া ভর্তি না নেওয়ার সিদ্ধান্ত বাতিল করার নির্দেশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের

চিকিৎসকরা জানিয়েছিলেন রক্তপাত বন্ধ করতে একটি ছোট অস্ত্রোপচার করতে হবে। অপারেশনের পর শাহরুখ খানকে নাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গিয়েছে। প্রসঙ্গত ৩১ বছরের দীর্ঘ কেরিয়ারে এই প্রথম নয়। এর আগেও একাধিকবার চোট পেয়েছেন কিং খান। ২০১৭ সালে তাঁকে একটি ছোট অপারেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। রইস-এর শুটিংয়ের সময় হাঁটুতে চোট পেয়ে সেই সময় হয় হাঁটুর অস্ত্রোপচার। ২০১৩ সালে চেন্নাই এক্সপ্রেসের শুটিং শেষে তাঁর অষ্টম অপারেশন হয়। ২০০৯ সালে বাম কাঁধের লিগামেন্ট ছিঁড়ে গিয়ে শাহরুখকে অপারেশন করতে হয়েছিল।

আরও পড়ুন-৪ তলা বিল্ডিংয়ে আগুন, ৪০ কোটির সামগ্রী পুড়ে ছাই, মৃত ৪

তবে সব মিলিয়ে আপাতত তার সুস্থতার খবর তার অনুরাগীদের কিছুটা হলেও আস্বস্ত করেছে।

Latest article